শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:২২ অপরাহ্ন
উসমান গনি, ডিডিপি টেলিভিশন,
শ্রীপুর গাজীপুর।
গত ২৪/০৯/ ২৪ ইং তারিখে নাজমুল হাসান কে ফোন করিয়ে প্রয়োজনীয় কথা আছে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে রাস্তার পাশে গজারি বনে কোমরে রশি বেঁধে, গাছের সাথে বেঁধে রেখে মারধর করে এবং ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে , মুক্তিপন দাবিকারি সকলেই ছাত্রলীগ এবং যুবলীগ কর্মী, সুরুজ, সাইমন, মিলন , শফি, মোবারক অজ্ঞাত আরো অনেকেই , নাজমুল হাসান কাছে থাকা একটি মোটো ফোন ও ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়, পরে নাজমুল হাসানের ভিডিও ছবি Ra Fsan এবং ইসলামিক কন্ঠ ফেসবুক আইডিতে ভিডিও ও ছবি পোস্ট করে নাজমুল হাসানের সম্মানহানি করে। নাজমুল হাসান বলেন দোষীদের বিচারের দাবি জানাচ্ছি।