মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম:
মানবতার দীপ্ত যাত্রা সংগঠনের উদ্যোগে অসহায় দুস্থ ও ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ কাশিমাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত।  শ্যামনগরে উপবৃত্তির অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ  তথ্য সংগ্রকালে সাংবাদিকদের হেনস্তা আটুলিয়ায় ছাত্রদলের শুভেচ্ছা মিছিল  গোবিন্দপুর আবু হানিফ এ এইচ উচ্চ বিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত নওয়াবেঁকী বাজারে ধান বিক্রির টাকা চাইতে গিয়ে ব্যাপারী শফিকুলের উপর হামলা, থানায় অভিযোগ শ্যামনগরে চাচার দায়ের কোপে হাত ভাঙলো ভাতিজা  যুবকের,থানায় মামলা শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত শ্যামনগরে এস এস সি ৯৫ ব্যাচের বন্ধু রাজের আত্বার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

এবার প্রকাশ্যে এলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের কমিটি

স ম জিয়াউর রহমান
Update Time : মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

রিপোর্ট: স ম জিয়াউর রহমান

 

 

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় এক দশক পর প্রকাশ্যে এলো ইসলামী ছাত্রশিবিরের কমিটি। সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম এবং সেক্রেটারি পদে আছেন মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ ইব্রাহিম।

গত ২৪ সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কমিটির বিষয়টি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের সব অনিয়ম ও অন্যায়ের ইতি টানার লক্ষ্যে তারা প্রশাসনের কাছে ২৪ দফা দাবি পেশ করেন।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার আন্তর্জাতিক মান নিশ্চিত করা, একাডেমিক ও প্রশাসনিক সব কার্যক্রম আধুনিকায়ন, স্থায়ী নীতিমালা প্রণয়ন করে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা, সুষ্ঠু ধারার রাজনৈতিক চর্চার পরিবেশ নিশ্চিত করা, সমাবর্তন দেওয়া, ক্যানটিনের খাবারের মান বাড়ানো, বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ বাড়ানো ইত্যাদি ২৪ দফা দাবির মধ্যে অন্যতম।

কমিটির বিষয়টি নিশ্চিত করে সংগঠনটির সেক্রেটারি মুহাম্মদ ইব্রাহিম বলেন, ‘বর্তমানের রাজনীতি কিছুটা পরিবর্তন হবে। শিক্ষার্থী ও প্রশাসনের চাহিদার ভিত্তিতে আমাদের ছাত্ররাজনীতি অনেক বেশি পরিবর্তন হচ্ছে। আমরা সেই আলোকেই কাজ করতে চাই। আমাদের ১৭ সদস্যের কমিটি রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে এক বছর মেয়াদি কমিটি গঠন করা হয়। বাকি সদস্যদের নাম ধীরে ধীরে প্রকাশ করা হবে।’

বিশ্ববিদ্যালয়ে আপাতত ব্যানারভিত্তিক শোডাউন, মিছিল মিটিং করবেন না বলে জানান

মুহাম্মদ ইব্রাহিম।

তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের পছন্দনীয় যে কাজগুলো রয়েছে, তাদের যে দাবিদাওয়া রয়েছে, সেগুলো পূরণ করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ার জন্য যে কাজগুলো রয়েছে, সেগুলো করব।’

সম্প্রতি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কমিটি প্রকাশ্যে আসার পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরও কমিটি প্রকাশ পেলো। বিশ্ববিদ্যালয়ে ২০১৫ সালে ছাত্রশিবিরের সবশেষ প্রকাশ্য কার্যক্রম ছিল। এরপর থেকে এই সংগঠনটি ক্যাম্পাসে প্রকাশ্যে কোনো কার্যক্রম পরিচালনা করেনি।