সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম:
গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ন জননেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারা বাহিক ভাবে চলছে বিক্ষোভ সমাবেশ , শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা’র কার্যকরী কমিটি ২০২৪-২০২৯ গঠন

স ম জিয়াউর রহমান
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

রিপোর্ট: স ম জিয়াউর রহমান

 

সম্রাট অশোক এর গুরু মোগ্গলি পূত্র তিস্স পরম্পরায় প্রাচীন সংগঠন ১৭৫৩ সালে প্রতিষ্ঠিত “বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা “। গত ৩০ জুন চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মিলনায়তনে শিক্ষাবিদ সুনন্দ মহাথেরর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচ্য বিষয় সমূহ ছিল বিগত সভার কায র্বিবরণী পাঠ ও অনুমোদন। আসন্ন বর্ষাবাস যাপন ও বিভিন্ন বিহারে ভিক্ষু বিলি বন্টন নিয়ে মহাসভার নবগঠিত কার্যকরী কমিটি ২০২৪-২০২৯ ঘোষণা।

উক্ত সভায় আশীর্বাদক ছিলেন মহামান্য ২৯তম সংঘনায়ক অগ্গমহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ অধ্যাপক বনশ্রী মহাথের মহোদয়। প্রধান অতিথি ছিলেন উপ-সংঘনায়ক রতনশ্রী মহাথের।

বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক বিপুলানন্দ মহাথের, ভদন্ত জ্ঞানানন্দ মহাথের, রাজগুরু অভয়ানন্দ মহাথের, ভদন্ত দেবানন্দ মহাথের সহ মহাসভার সকল ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।

সভার ২ নং এজেন্ডা মতে সভায় ভারপ্রাপ্ত মহাসচিব নতুন ২০২৪-২০২৯ খ্রি: ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি যথাক্রমে ঘোষণা করেন।

সভাপতি- শিক্ষাবিদ সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের, উদ্ধর্তন সহ-সভাপতি- ভদন্ত শীলভদ্র মহাথের, সিনিয়র সহ সভাপতি- সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথেরো, সহ-সভাপতি- অধ্যাপক বিপুলানন্দ মহাথের, সহ-সভাপতি- ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের, সহ-সভাপতি ভদন্ত রাজগুরু অভয়ানন্দ মহাথেরো, সহ-সভাপতি- আর্যকীর্তি মহাথেরো, মহাসচিব- প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো, যুগ্ম সাধারণ সম্পাদক- ড. প্রিয়দর্শী মহাথের, ভদন্ত সুমিত্তানন্দ মহাথের, সহকারী সাধারণ সম্পাদক- ভদন্ত পরমানন্দ মহাথের, বুদ্ধপ্রিয় মহাথের, জ্ঞানবংশ মহাথের, অর্থ সম্পাদক- ভদন্ত সুমঙ্গল থের, সহ-অর্থ সম্পাদক- ভদন্ত শাসনপ্রিয় মহাথের, সহ-অর্থ সম্পাদক ভদন্ত দেবমিত্র থের, সাংগঠনিক সম্পাদক- ভদন্ত সংঘানন্দ মহাথের, সহ-সাংগঠনিক সম্পাদক- ভদন্ত করুণাবংশ মহাথের, তথ্য ও প্রযুক্তি সম্পাদক- করুণাশ্রী থের, প্রত্নতাত্ত্বিক সম্পাদক ভদন্ত করুণানন্দ থের, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক- ধর্মপ্রিয় মহাথের, প্রকাশনা সম্পাদক – ভদন্ত তনহংকর থের, সহ প্রকাশনা সম্পাদক – ভদন্ত করুণানন্দ থের, প্রচার সম্পাদক বিদর্শনাচার্য্য এস. শাসনবংশ মহাথের, সহ-প্রচার সম্পাদক ভদন্ত সুপালবংশ থের, ধর্মীয় সম্পাদক ভদন্ত বিপ্পর্শী মহাথের, কার্যনির্বাহী সদস্যরা হলেন – ভদন্ত সোভিতানন্দ মহাথের, ভদন্ত অরুণানন্দ মহাথের, ভদন্ত পরমানন্দ মহাথের, ভদন্ত সুমনানন্দ মহাথের, বিদর্শনাচার্য্য আর্যশ্রী মহাথের, ভদন্ত দেববংশ থের প্রমুখ।