রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরা- ৪ প্রার্থী মনিরুজ্জামানে পৃষ্ঠপোষকতায় দুই বিএনপি নেতার কাণ্ডজ্ঞানহীন কাজ।  শ্যামনগর উপজেলা জিয়া সাইবার ফোর্স-এর আয়োজনে দোয়া মাহফিল ও ৩১ দফার লিফলেট বিতরণ শ্যামনগরে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের উপকরণ বিতরণ   ৬ নম্বর রমজান নগর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি অফিস উদ্বোধন ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত শ্যামনগরে কৃষি কর্মকর্তা নাজমুল হুদার বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বজনপ্রিতীর অভিযোগ উঠেছে  শ্যামনগরে স্টোকহোল্ডারস প্লাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত শ্যামনগরের ইট ভাটা শ্রমিক সুজন গাজীর এক সপ্তাহ থেকে কোন খোজ পাচ্ছে না পরিবার শ্যামনগরে ভুমিহীন পরিবারের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, এঘটনায় আহত -২ শ্যামনগরে সিপিপি কর্মকর্তার অনিয়ম–দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সুবর্ণচের ৩ হাজার ভূমিহীনকে খাসজমি বন্দোবস্ত দেওয়ার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

মোহাম্মদ আবু নাছের,
Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

 

 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে নদী ভাঙা ভূমিহীন অসহায় ৩ হাজার পরিবারকে উড়িরচর ও পশ্চিম চর উরিয়া মৌজায় সরকারি খাস জমি বন্দোবস্ত দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চরক্লার্ক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছৈয়ের ভিটার একরাম বাজারে নারী পুরুষ ও শিক্ষার্থীরা ভূমি বন্দোবস্তের দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। উন্নয়ন সংস্থা নিজেরা করি আক্তার মিয়ার হাট উপকেন্দ্রের সহযোগিতায় এবং সংস্থার স্থানীয় প্রতিনিধি সুরেশ কর্মকারের সার্বিক তত্ত্বাবধানে মানববন্ধন কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

 

এসময় ভূমিহীনরা অভিযোগ করে বলেন, আমরা দীর্ঘ ২৫ বছর ধরে উড়ির পর ও পশ্চিম চর উরিয়া মৌজায় বসবাস করে আসছি। কিন্তু খাসজমি গুলো আমাদের নামে বন্দোবস্ত না থাকায় আমরা ঠিকানাহীন ভূমিহীন হয়ে আছি। বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধিরা তাদেরকে সরকারি খাস জমি বন্দোবস্ত দেওয়া প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। এতে তারা দীর্ঘ দিন ধরে পরিবারের লোকজন নিয়ে অসহায় অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। অনেক জায়গায় রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ দখলদার সরকারি খাস জমি দখল করে রেখেছে। তারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের দাবি জানান, প্রকৃত ভূমিহীনদের মাঝে সরকারি খাস জমি বন্দোবস্ত দিয়ে তাদের জীবনমান উন্নয়ন ও জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দিবেন।