শনিবার, ২৪ মে ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
রিপোর্ট স ম জিয়াউর রহমান
মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে গত ২০ সেপ্টেম্বর, শুক্রবার, সকাল ১০ ঘটিকায় সূর্যগিরি আশ্রম শাখা মিলনায়তনে হযরত গাউছুল আজম (ক.)’র প্র-প্রৌত্র ও বেলায়তের উত্তরাধিকারী বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিখ ওরশ শরীফের প্রস্তুতি সভা সংগঠনের সভাপতি টিটু চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নির্বাহী সদস্য লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই। এতে উপস্থিত ছিলেন বিপ্লব চৌধুরী কাঞ্চন, ধীমান দাশ, অভিবসু মল্লিক, তরুণ কুমার আচার্য কৃষ্ণ, ঝন্টু শীল, সোমা গুহ, অর্চনা আচার্য, উজ্জ্বল দাশ, রনা শীল, রুবেল শীল, অনুপম তালুকদার, প্রিন্স দাশ, কুমার রতন, মিটু দাশগুপ্ত, মানিক বড়ুয়া, কৃষ্ণবৈদ্য, রুনা দাশ, সুইটি আচার্য, রাজীব আচার্য, সমীর দাশ, রুবেল আচার্য, আবু বড়ুয়া, তপন দাশ, বিজন শীল, সুজন শীল প্রমুখ। বক্তারা আসন্ন মহান ২৬শে আশ্বিন বিশ্বঅলি শাহান শাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৩৬তম বার্ষিক ওরশ শরীফে সবাইকে জুলুসসহকারে মাইজভাণ্ডার শরীফ গাউছিয়া হক মঞ্জিলে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানান।