শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
রাইসুল মিথুন
শ্যামনগর উপজেলার ৭১নং বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি বহুদিন ধরে পানিবন্দী হয়ে আছে। এতে করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারেন না। মাঠটি বছরের প্রায় ৮মাস থাকে পানিবন্ধি। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াসিনুল হক জানান চলতি সালে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে মাঠ ভরাটের জন্য আবেদন করলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেন। তারই ধারাবাহিকতায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর বাস্তবায়নে মাঠটির ভরাট কাজ চলছে।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম বলেন, বহু বছর ধরে দেখে আসছি বুড়িগোয়ালিনী ৭১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বর্ষা ও শুকনা মৌসুমে হাঁটু পানি জমে থাকে। স্কুল কর্তৃপক্ষ আমাকে জানালে আমি উত্তরণ সংস্থার সাথে কথা বলে এই মাঠে মাটি দ্বারা ভরাট কার্যক্রম শুরু করি। তিনি আরও বলেন, এই কাজ চলবে ৩০দিন। ৫৬জন শ্রমিক দিয়ে জনপ্রতি ৪০০টাকা করে পারিশ্রমিক পাবে দৈনিক।