শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার রাইসুল মিথুন
শ্যামনগর উপজেলায় মুন্সিগঞ্জে লিডার্সের আয়োজনে শনিবার দিনব্যাপী কেএমসি সেন্টারে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
লিডার্সের সভাপতি মাস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে ও লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের পরিচালনায় সভায় লিডার্সের কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ বিধুস্রবা মন্ডল, সাবেক প্রধান শিক্ষক সুনির্মল মন্ডল, সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, শিক্ষক রনজিৎ কুমার বর্মন, শিক্ষক মো. নাছির উদ্দীন, শিক্ষক লিপিকা রায়, সুজাতা রানী মিস্ত্রী প্রমুখ।
সভায় লিডার্সের কর্মকর্তা কৌশিক রায় সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ও কার্যাবলী সম্পর্কে ও প্রধান হিসাব রক্ষক রায়হান কবীর আয় ব্যয় ও ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট মাল্টিমিডিয়া ভিত্তিক উপস্থাপন করেন।