শনিবার, ২৪ মে ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
এসএম শাহাদাত প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলায় তিন ক্যাটাগরিতে ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচি (সিপিপি’র)আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এস ডি আর প্রকল্পের সহযোগিতায় উপজেলা টিম লিডার,ডেপুটি টিম লিডার (পুরুষ) ও ডেপুটি টিম লিডার (মহিলা) পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার ৭ সেপ্টেম্বর বেলা ১০ থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার শিমু রেজা এমপি কলেজে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা টিম লিডার নির্বাচিত হয়েছেন মিয়ারাজ হোসেন ৪০ ভোট পেয়ে।
প্রতিদ্বন্ধি প্রার্থী আফজাল হোসেন ৩৫ ভোট, আতিয়ার রহমান ২১ ভোট,রাজবুল হাসান ১ ভোট পেয়েছেন ।ডেপুটি টিম লিডার(পুরুষ) নির্বাচিত হয়েছেন পারভেজ তিনি পেয়েছেন ৫৫ ভোট।তার প্রতিদ্বন্ধি প্রার্থী আলতাফ হোসেন,১২ ভোট, আব্দুল্লাহ আল আমিন ২ ভোট, শাহিনুর রহমান পেয়েছেন ২ ভোট।ডেপুটি টিম লিডার (মহিলা) মুন্নি পারভীন ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্ধি প্রার্থী জাকিয়া সুলতানা (কেয়া)৩২ ভোট, জাকিয়া রাজিয়া ৮ ভোট,তাহমিনা পারভীন পেয়েছেন ১ ভোট।
নির্বাচনের প্রধান দায়িত্ব পালন করেন খুলনার সিপিপি’র আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আব্দুল লতিফ, ঢাকা সিপিপি’র প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ও প্রশাসনের মোকাম্মেল হক, শ্যামনগর উপজেলার সিপিপি’র সহকারী পরিচালক মুন্সি নূর মোহাম্মদ। সরকারি পিজাইডিং অফিসার ছিলেন প্রজেক্ট অফিসার বিপ্লব তপাদার, দীপঙ্কর সাহা, কাজী গোলাম মুর্তজা। পোলিং অফিসার ছিলেন রফিকুজ্জামান মুন্না,মাকসুদুর রহমান মুকুল,মহিবুল্লাহ।