সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম:
গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ন জননেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারা বাহিক ভাবে চলছে বিক্ষোভ সমাবেশ , শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কমলনগরে মাদবসেবীকে ডাক দেওয়ায় ব্যবসায়ী উপর হামলা আহত ৫

মোঃ নুর হোসেন
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন

 

মোঃ নুর হোসেন(লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুর কমলনগর উপজেলায় মাদবসেবী ও জুয়াড়িকে নিষেধ করায় এক ব্যবসায়ীসহ তার পরিবারের উপর হামলা করেছে। এতে ব্যবসায়ীসহ ৫জন আহত হন। একজন কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
৩ সেপ্টেম্বর ( মঙ্গলবার) বিকালে চর মাটিন গ্রামের ৭ নং ওয়ার্ডে রুবেল স্বর্নকারের বাড়ীতে এই হামলা ঘটনা ঘটে।

হামলায় আহত রুবেল ও এলাকা বাসী সূত্রে জানাযায়, দীর্ঘদিন দরে ১০/১৫ জন জুয়াড়ি ও মাদবসেবী আমার বাড়ীর উপর আসা যাওয়া করতো।
এতে সমাজে চুরি ডাকাতি ঘটনাও ঘটে। এসব জুয়াড়ি ও মাদবসেবীদের সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ নিষেধ করলে তারা শুনেন না।
ঘটনার দিন ব্যবসায়ী রুবেল জুয়া খেলার সময় তাদের কে নিষেধ করলে তারা ক্ষিপ্তহয়ে অভিযুক্ত মাদবসেবী ও জুয়াড়ীরা হলেন, হেন্জু,মজিদ,লোকমান, ছাহেদ, রাসেদ,কাসেম, রিয়াজ, সুমন,নুর করিম, হানিফ,খায়ের, মনির, রহিম,,জাপর, জিহির,মাহফুজ সহ১০/১৫ মিলে রুবেল উপর হামল করেন। এসময় রুবেল কে বাঁচাতে এগিয়ে আসে তাদের পরিবার সদস্যগন এসময় তাদের উপর হামলা করা হয়। হামলায় গুরুতর আহত হন নাজমা(৩০) সিপন(২০)।

তাকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।পরে এলাকার
লোকজন চিৎকার শুনে আসলে তারা পালিয়ে যায়।
হামলায় অন্য আহতরা হলো নাজমা(৩০), রোকেয়া (৭০),রিপন (২০),মনির (১৮)লালমতি (৪৫)।

এই বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফ উদ্দিন আনোয়ার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেরে ব্যবস্থা নেওযা হবে।