
স্টপ রিপোর্টার কুরবান আলী
শ্যামনগর উপজেলার রমজানগর ইউনিয়নের নুর আলী মোড়লের ছেলে মো. সাহাবুদ্দিন মোড়লের হয়রানিমূলক মামলা থেকে রেহাই পেতে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় প্রেসক্লাব হলরুমে পাতড়াখোলা গ্রামের মো. বারী গাজীর ছেলে মুকুল গাজী লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন আবু জাফর মোড়ল, বাসার মোড়ল, কামরুল ইসলাম, আফসার, কাদের ঢালী, রফি গাজী, তুহিন, মফিজুর গাইন, আব্দুর রহিম, বাক্কার বাউলিয়া।
- লিখিত বক্তব্যে বলেন, আমরা প্রত্যেকে আওয়ামী সরকারের আমলে একাধিক নাশকতার মামলার আসামী ছিলাম। আমরা বিগত ১৬বছর যাবৎ আওয়ামী সরকারের পুলিশসহ এলাকার নেতাদের দ্বারা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছি। তাছাড়া আমরা কয়েকজন জামায়াত-বিএনপির কোন না কোন পদে আছি। আমাদেরকে আসামি করে আমলী ০৫নং আদালত, সাতক্ষীরা বরাবর সি.আর-৬১৮/২৪ (শ্যাম:) মামলা রুজু করা হয়। কিন্তু প্রকৃত পক্ষে বাদী মো. সাহাবুদ্দীন মোড়ল যেখানে ঘটনাস্থল উলে¬খ করে মামলা করেছে সেখানে আদৌ কোন জামায়াতে ইসলামের অফিস ছিল না বা এখন ও নেই। তাছাড়া ঐ মামলায় যাদেরকে স্বাক্ষী করেছে তারা স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের পদে বহাল আছে। এ মামলায় হয়রানি থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। প্রেসবিজ্ঞপ্তি