শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
সাতক্ষীরাপ্রতিনিধিঃ
সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে দুই কেজি হেরোইন,৪ বোতল এলএসডি ও ৩৩৭ বোতল ফেন্সিডিলসহ এক চোরাকারবারী আটক করেছে বিজিবি। রোববার (১ সেপ্টেম্বর) ভোর ৪ টায় ভোমরার ঘোষপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক চোরাকারবারীর নাম আটক মোহাম্মদ গাজী (৪৩)। সে সাতক্ষীরা সদর উপজেলার ভারুখালি গ্রামের নাসিম উদ্দিন গাজী ছেলে।
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক জানায়, ভারত থেকে অবৈধ পথে ভোমরা সীমান্ত ঘোষপাড়া এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে দুই কেজি হেরোইন,৪ বোতল এলএসডি ও ৩৩৭ বোতল ফেন্সিডিলসহ এক চোরাকারবারীকে আটক করা হয়। আটক চোরকারকারীর উদ্ধৃতি দিয়ে বিজিবি আরো জানায়, জব্দকৃত এসব মাদকের বাজার মূল্য ৫ কোটি টাকা।
তিনি আরও জানান, জব্দকৃত মাদকসহ আটক চোরাকারবারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দসহ তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।##
শেখ ফরিদ আহমেদ ময়না সাতক্ষীরা। ০১.০৯.২৪