শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম:
অতি স্বচ্ছতার সাথে নতুনভাবে পূনঃ নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের আবেদন  নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন শ্যামনগরের কলবাড়ি বাজারে বিএনপি নেতা বাপ্পির দখলবাজি, তিন দোকানে জোরপূর্বক তালা আমার ভীষণ মন খারাপ লাগছে — ইউএনও মোছাঃ রনি খাতুন বদলী হওয়ার পাঁচ মাসের মধ্যে সেই  জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান সদর উপ‌জেলায় যোগদান শ্যামনগরে খ্যাগড়াদানা কিশোর সংঘের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। দুর্নীতিতে সেরা  জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এখনও বহাল তবিয়্যাতে শ্যামনগরের ইউএনওর হস্তক্ষেপে অবশেষে জনসাধারণ ফিরে এলো ঝাপার খালটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির সদস্য হলেন সাবেক ছাত্রদলনেতা  এড. মাসুদুল আলম দোহা শ্যামনগরে ছাত্রদল নেতা কাইয়ুমের নামে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গাইবান্ধায় বালু ব‍্যবসায়ীদের দখলে।। বন্যা নিয়ন্ত্রণ শহর রক্ষা বাঁধ

ফয়সাল রহমান জনি
Update Time : শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন

 

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।
দীর্ঘদিন থেকে ঘাঘট নদীর ব্রীজ সংলগ্ন ডান-তীর ও বাম -তীর ঘেষে বালু ব‍্যবসায়ী ও বোলগেট মালিকরা পানিউন্নয়ন বোর্ড (বাপাউবো) এর অধিগ্রহনকৃত) জায়গা নিজেদের দখলে নিয়ে রমরমা বালু ব্যবসা পরিচালনা করে আসছে। এসব বালু বহ্মপুত্র নদীর চর কেঁটে বড় নৌকা ও বোলগেটের সাহায্যে নিয়ে আসে এবং তা স্তুপ করে রাখা হয় নিউ ব্রীজ সংলগ্ন ঘাঘট নদীর তীর ঘেষে পানিউন্নয়ন বোর্ড (বাপাউবো) এর অধিগ্রহনকৃত) জায়গায়। প্রতিনিয়ত বালু বোঝাই মাহিন্দ্র ট্যাক্টর, কাকড়া, ট্রাক ও ট্রলির অবাধে চলাচল করায় শহর রক্ষা বাঁধের বিভিন্ন স্হানে দেখা দিয়েছে ফাটল। পথচারীরা জানান , যেকোন মূহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ছাড়াও শুষ্ক মৌসুমে এ রাস্তা দিয়ে যাতায়াতে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। মাস্ক পড়েও ধুলাবালি আটকানো যায় না। পাশ্ববর্তী শিক্ষার্থীদের অভিযোগ, বালুর স্তুপ থেকে বালু উড়ে এসে আমাদের নাক-মুখ দিয়ে শরীরের ভিতরে প্রবেশ করে কাশি,শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগের সৃষ্টির হচ্ছে। আমারা এসবের থেকে প্রতিকার চাই। স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন থেকেই অবৈধভাবে এসব বালু বহ্মপুত্র নদী থেকে
উত্তোলন করে বোলগেট ও বড় নৌকাযোগে নিয়ে আসে ঘাঘট নদীতে। পরে তা নিউ ব্রীজ সংলগ্ন বাঁধের জায়গা দখল বালুর স্তুপ গড়ে তোলেন। নির্বিঘ্নে দিনরাত অতী দাপটের সাথে লক্ষ, লক্ষ টাকার লেনদেন করে আসছে বালু ব্যাবসায়ী সিন্ডিকেট ও বোলগেট মালিকরা। নাম প্রকাশে অনিচ্ছুক ব‍্যক্তি জানান ,কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার বালু মহাল থেকে এসব বালু না নিয়ে বহ্মপুত্র নদী থেকে চোরাইভাবে নকল রশিদ মূলে নিয়ে আসায় এবং সরকারের আদায়কৃত ঘাটে না নেয়ার কারণে সরকার দু’দিক থেকে রাজস্ব হারাচ্ছেন কোটি কোটি টাকা। ব‍্যবস্হা নিতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।