শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:১২ অপরাহ্ন
এস কে সিরাজ শ্যামনগর ।।
সাত সকালে শীত অপেক্ষা করে শ্যামনগর সদরে পানি নিষ্কাশনের একমাত্র যমুনা খালের কচুরিপানা সহ ময়লা আবর্জনা পরিষ্কার করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন।
সোমবার সকালে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে পানি নিষ্কাশনের অন্তরায় থাকা কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রম শুরু করেন তিনি।
তার এ উদ্যোগকে শ্যামনগর উপজেলার সচেতন মহল সহ সর্বজন সাধুবাদ জানিয়েছেন। দীর্ঘদিন ধরে শ্যামনগর পৌরসভার পানি নিষ্কাশনের একমাত্র যমুনা খালটি ময়লা আবর্জনা ও কচুরিপানায় ভরেছিল।
এ সময় শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন বলেন, শ্যামনগর সদরের গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশনের যমুনা খালটি পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে এ উপজেলার পানি নিষ্কাশনের দ্বার উমুক্ত করা হলো, তিনি বলেন পর্যায়ক্রমে পানি নিষ্কাশনের লক্ষ্যে যে সকল খালে জাল পাটা, ময়লা ,আবর্জনা বাঁধ আছে সেগুলো দ্রুত অপসারণ করা হবে। তিনি আরো বলেন, শ্যামনগর উপজেলা কে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে বিরামহীন ভাবে কাজ করে যেতে চাই। তবে তিনি এক্ষেত্রে শ্যামনগরের সকল শ্রেণীর মানুষের সহযোগিতা কামনা করেছেন।
##
এস কে সিরাজ
শ্যামনগর সাতক্ষীরা