সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

শিরোনাম:
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।   বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শ্যামনগর সিটি ক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির দোয়া অনুষ্ঠান গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের নাকের ডগায় সরকারি খাস জমি বিক্রয়।

শেখ মাহতাব হোসেন
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

 

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

ডুমুরিয়ায় সরকারি ১নাম্বার( ক ) খতিয়ানের খাস জমি প্লোড আকারে বিক্রিয় করার অভিযোগ পাওয়া গেছে।

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের গোনালী মৌজার জেল নং ৩৩ এস এ খতিয়ান ১০৯ দাগ নং ১০০৮/১০০৯ ২একর ৪৩ শতাংশ জমি ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামের মৃত্যু নরেন্দ্র নাথ দেবনাথের ছেলে অমল দেবনাথ ওরফে পনো তিনি সরকারি ক তফসিল জমি প্লোড আকারে ৩০/৩৫/হাজার টাকা করে খাস জমি বিক্রি করছেন।

আমাদের ডুমুরিয়া খুলনা প্রতিনিধি শেখ মাহতাব হোসেন সরজমিনে গিয়ে দেখেন আক্তার হোসেন নামের জৈনক ব্যাক্তি জমি ক্রয় করেন ৭শতক,আবু বকর শেখ ১০শতক,আমজাদ হোসেন শেখ ৭শতক, মোঃ শরিফুল ইসলাম শেখ ৭শতক, মোঃ এমদাদ শেখ ১৫শতক, মোঃ এলাহী শেখ ১৫ শতক, আলামিন ৫শতক,পির মতি ৪শতক ও বামুন্দিয়া গ্রামের মিঠুন ১০শতক জমি ক্রয় করেছেন, খাস জমি ক্রয় করা ব্যাক্তিরা জানান তারা ৩শত টাকার স্ট্যাম্পে লিখিতভাবে জমি ক্রয় করে জমিতে ‌বাড়ী তৈরি করে দখল করে আছে।এব্যাপারে খাস জমি বিক্রয় করা অমল দেবনাথ ওরফে পনো নিকট জানতে চাইলে তিনি ‌সত্যতা স্বীকার করেছেন।

স্টাম্পের মাধ্যমে যাহারা জমি ক্রয় করেছেন। তারা জানান গত বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত হোসেন, উপজেলা ভূমি অফিসের নাজির মোঃ সাইফুল ইসলাম ও শোভনা ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ঘটনাস্থলে এসে তদন্ত করে গিয়েছেন। এবং সকল কাগজপত্র নিয়ে ‌রবিবার ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসে যাওয়ার জন্য দিন ধার্য করেন।

উল্লেখ্য উপজেলা ভূমি কর্মকর্তাদের বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে সরকারি ভিপি খাস জমি এভাবে বিক্রি করছেন, এব্যাপারে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন বলেন যদি কেউ সরকারি ভিপি খাস জমি বিক্রয় করে, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত হোসেন বলেন আমি ‌সংবাদ পেয়ে সরজমিনে গিয়ে তদন্ত করে এসেছি, ভিপি খাস জমি তারা টাকা মাধ্যমে স্টাম্পের ক্রয় করে নিয়েছে। বিক্রি কারি অমল দেবনাথ ওরফে পনো কে খুজে পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট বিভাগের উদ্ধতন কর্তৃপক্ষ কাছে এলাকা বাসী দাবি জানান যারা জমিতে ঘর বাড়ি বেঁধে আছে তাদের কে ডিসি আর দেওয়ার জন্য এলাকার সচেতন মহল জোর দাবি জানান।

উল্লেখ্য অমল দেবনাথ ভারতে পাড়ি দিবে বলে তার বাড়ি সহ তার সকল জমি বিক্রয় করছেন। এ তথ্য জায়িছেন গোনালী গ্রামের জনসাধারণ মানুষ ।