মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।   বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শ্যামনগর সিটি ক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির দোয়া অনুষ্ঠান গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কোম্পানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ দায়ের

মোহাম্মদ আবু নাছের,
Update Time : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

 

নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি রমজান আলী রানা ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।

 

রোববার (৩ নভেম্বর ) সকালে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে আহত সাংবাদিক ।

 

জানা যায়, গত শুক্রবার বিকেল ৩টায় রানা অন্যান্য সাংবাদিকসহ উপজেলার মুছাপুর ইউনিয়নের দক্ষিণাঞ্চলের ভেঙ্গে যাওয়া রেগুলেটরে সংবাদ সংগ্রহ করতে যায়। সংবাদ সংগ্রহ করে মোটর সাইকেল যোগে উপজেলার বসুরহাট শহরে আসার পথে মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুন্সি রোডের বশর মাঝির ছেলে বাবুল খানের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে রানাসহ ৫জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় রানাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকী ৪জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রানার মাথায় ৩টি সেলাই দেওয়া হয়।

 

এ ব্যাপারে সাংবাদিক রমজান আলী রানা বলেন, আমরা মুছাপুর থেকে সংবাদ সংগ্রহ করে আসার সময় কোন কিছু বুঝে ওঠার আওয়ামীলীগের সন্ত্রাসী ও ডাকাত বাবুল খাঁনের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালায় এবং আমার সাথে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায়।

 

এ ঘটনায় রোববার সকালে বাবুল খানকে প্রধান আসামী করে ৩জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১৫জনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়।

 

এব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুস সুলতান জানান, বাবুল খানের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। সাংবাদিক রানাসহ অন্যদেরকে হামলার ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ.কে আনোয়ার তোহা বলেছেন, সাংবাদিক রমজান আলী রানা ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।