মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।   বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শ্যামনগর সিটি ক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির দোয়া অনুষ্ঠান গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নরসিংদীর পলাশ থানার দরিচর ঈদগাহে অপু নামে এক যুবককে জবাই করে অটোরিকশা ছিনতাই।

মোঃ কামাল হোসেন প্রধান
Update Time : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

 

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ। নরসিংদীর পলাশ থানা গজারিয়া ইউনিয়ন দরিচর গ্রামের ঈদগাহ সংলগ্নে অপু নামে এক যুবককে জবাই করে (অটো রিক্সা ) মিশুক নিয়ে যায়। জানা যায়, অপু পরিবারের আর্থিক সংকটের কারণে একটি (অটো রিক্সা) মিশুক ভাড়া চালাইতো। শুক্রবারে অপু ( অটোরিকশা) মিশুক নিয়ে জীবিকা নির্বাহের জন্য প্রতিদিনের মতো বের হন , সে বড়ই তলা বাসটেন্ড হতে একটি ভাড়া নিয়ে দরিচর উদ্দেশ্যে রওনা হয় , তার জন্ম ভূমি শিবপুর উপজেলা পুটিয়া কামারগাও গ্রাম এর নয়ন মিয়ার ছেলে অপু মিয়া(১৬) , তার দাদা ছিলেন পুটিয়া ইউনিয়ন পরিষদ এর চৌকিদার মরহুম নাসির উদ্দিন। অপু প্রতিদিনের মতো শুক্রবারে ও জীবিকা নির্বাহের জন্য (অটো রিক্সা) মিশুক নিয়ে বেরিয়ে পড়েন , রাত্র গভীর হলেও অপু বাড়িতে ফিরে না আসার কারণে সারারাত্র হতাশায় রাত্রি পার করেন তার পরিবারের লোকজন। অদ্য ০২-১১-২৪ রোজ শনিবার তার পরিবারের লোকজন বিভিন্ন লোকমুখে শুনতে পায় এক যুবককে জবাই করে হত্যার করে দরিচর ঈদগাহে ফেলে রেখেছে একথা শুনতে পেরে অপুর পরিবারের লোকজন চলে যায় পলাশ থানায় গজারিয়া ইউনিয়ন এর দরিচর গ্রামের ঈদ গায়ে , গিয়ে দেখেন অপু নামের ছেলেটির কে জবাই করে হত্যা করে (অটো রিক্সা) মিশুক নিয়ে গেছে । একটি মিশুকের জন্য জীবন দিতে হলো অপু নামের ১৬ বছরের উঠতি বয়সের যুবক কে। অপুর গলাকাটা দেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এলাকাবাসী থেকে জানা যায় , অপু একজন ভালো ছেলে ছিল, দরিদ্র বলে সে জীবিকা নির্বাহের জন্য ( অটো রিক্সা) মিশুক ভাড়া চালিয়ে সংসার চালাতেন। তার বাবা ও একজন রিক্সা চালক । অপু ফুটবল খেলার ভক্ত ছিল নিজেও সুযোগ পেলে ফুটবল খেলতো। এ ব্যাপারে পলাশ থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদুল ইসলাম বলেন আমরা এখনো অভিযোগ পাই নাই, অভিযোগ পাইলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করিব ইনশাআল্লাহ । পুটিয়া বাঁসির অপুর হত্যাকারীদের কে খুঁজে বের করে আইনগতভাবে, দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে ফাঁসির দাবি করেন।