শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

শিরোনাম:
অতি স্বচ্ছতার সাথে নতুনভাবে পূনঃ নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের আবেদন  নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন শ্যামনগরের কলবাড়ি বাজারে বিএনপি নেতা বাপ্পির দখলবাজি, তিন দোকানে জোরপূর্বক তালা আমার ভীষণ মন খারাপ লাগছে — ইউএনও মোছাঃ রনি খাতুন বদলী হওয়ার পাঁচ মাসের মধ্যে সেই  জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান সদর উপ‌জেলায় যোগদান শ্যামনগরে খ্যাগড়াদানা কিশোর সংঘের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। দুর্নীতিতে সেরা  জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এখনও বহাল তবিয়্যাতে শ্যামনগরের ইউএনওর হস্তক্ষেপে অবশেষে জনসাধারণ ফিরে এলো ঝাপার খালটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির সদস্য হলেন সাবেক ছাত্রদলনেতা  এড. মাসুদুল আলম দোহা শ্যামনগরে ছাত্রদল নেতা কাইয়ুমের নামে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঠাকুরগাঁওয়ে ‘১ম ফাইভ সাইড নারী হকি একাডেমী কাপ’র সমাপন ও পুরস্কার বিতরণ ।

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

 

ঠাকুরগাঁওয়ে জমজমাটপুর্ণ আয়োজনের মধ্য দিয়ে “১ম ফাইভ সাইড নারী হকি একাডেমী কাপ-২০২৪” এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় । ২ নভেম্বর শনিবার শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয় । হকি একাডেমী এসোসিয়েশন অফ বাংলাদেশের ব্যবস্থাপনায় ও “ঠাকুরগাঁও জেলা হকি একাডেমী”র আয়োজনে সমাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হকি একাডেমী অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মো: মাসুদ রানার সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, বিশেষ অতিথি পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, হকি একাডেমী এসোসিয়েশন অফ বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শাহেদুজ্জামান রাহাত, সভাপতি আবু সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান পিয়াল প্রমুখ ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাম্য ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠী’র সাধারণ সম্পাদক আহমদুল্লাহ বাবু, ঠাকুরগাঁও জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের উপদেষ্টা মো: মাজেদ জাহাঙ্গীর অপু, ঠাকুরগাঁও জেলা হকি একাডেমী টিমের কোচ মো: হারুন অর রশিদ সহ অংশগ্রহণকারী ৭টিমের খেলোয়াড়, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

ফাইনাল খেলায় “ঠাকুরগাঁও জেলা হকি একাডেমী” টিম ৪ – ২ গোলে ”বৈকালী সংঘ রাজশাহী” টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় । পরে চ্যাম্পিয়ন, রানার্স আপ ও অংশগ্রহণকারী টিমকে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ । উল্লেখ্য, টুর্নামেন্টে ৭টি টিম অংশগ্রহন করে । টিমগুলো হলো– ঠাকুরগাঁও জেলা হকি একাডেমী, প্রাথমিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহী, শহীদ আসাদ হকি একাডেমী যেশোর, রংপুর হকি একাডেমী, দিনাজপুর হকি কিনিক, আল আসকার হকি একাডেমী পঞ্চগড় ও বৈকালী সংঘ রাজশাহী।