মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।   বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শ্যামনগর সিটি ক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির দোয়া অনুষ্ঠান গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নরসিংদীর রায়পুরায় বসত ঘরের সিধ কেটে রাবিয়াকে (৫৩) হত্যার পর দর্শন গ্রেপ্তার তিন।

মোঃ কামাল হোসেন প্রধান
Update Time : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

 

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীতে পূর্ব শত্রুতার জের ধরে বসত ঘরের সিঁধ কেটে (৫৩) বছর বয়সী রাবেয়া খাতুন রাবিকে হত্যার পর দর্শন করা হয় । চাঞ্চল্যকর এ ঘটনার প্রায় ১০ মাস পর মূল রহস্য উদ্‌ঘাটন করেছে নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সিধ কেটে হত্যার পর ধর্ষণে জড়িত থাকায় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলো- নরসিংদী রায়পুরা উপজেলার আদিয়াবাদ গ্রামের নাসির উদ্দিনের ছেলে সুমন (২০) ,‌ বাহেরচর পশ্চিমপাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে জীবন (১৯) ও একই গ্রামের চুন্নু মিয়ার ছেলে স্বপন (৫৫)।

৩০ অক্টোবর ২০২৪ ইং নরসিংদীর পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই নরসিংদীর পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো: এনায়েত হোসেন মান্নান। নিহত রাবেয়া খাতুন রাবি রায়পুরা উপজেলার বাহেরচর পশ্চিমপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের স্ত্রী।সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, উক্ত ঘটনায় রায়পুরা থানায় হয় মামলা, মামলার নং-১৯ , তারিখ- ২৬/১২/২০২৩ ইং পেনাল কোড- ৪৫৭/৩০২/৩৪। মামলাটির তদন্তে জানা যায়, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর দিবাগত রাত অর্থাৎ ২৫ ডিসেম্বর রাত ১.৩০ মিনিটে পূর্ব শত্রুতার জের ধরে রাবেয়া খাতুনের বসতঘরে সিঁধ কেটে ঢুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। হত্যার পর করা হয় জঘন্য ধর্ষণ। দীর্ঘ তদন্ত শেষে হত্যার সঙ্গে জড়িত সুমন, জীবন ও স্বপনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এদের মধ্যে দুইজন হত্যার পূর্ণ ঘটনার বিবরণ দিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন এবং আসামি স্বপনের দেখানো মতে উক্ত হত্যাকাণ্ডে ব্যবহৃত সিঁধ কাটার শাবল ও ছেনি উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত পলাতক আসামিদেরকে ধরতে পিবিআই অভিযান অব্যাহত রেখেছেন।