শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
বুধবার গভীর রাতে ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের
রানাই গ্রামের মৃত ক ওছার আলী শেখ ছেলে সেলিম শেখ সে ৯বিঘা জমি হারি নিয়ে ৩বছর যাবত সুন্দর ভাবে লীজ ঘের করে আসছে।
রাতে কে বা কাহারা বিষ প্রয়োগ করে আনুমানিক ৫লক্ষ টাকার মাছ মেরে নিয়ে গেছে।
লীজ ঘের মালিক সেলিম শেখ জানান সে তার ঘেরে রাতে খাবার দিয়ে বাড়ীতে গেলে
সকালে ঘেরে এসে দেখে তার ঘের থেকে বিষের গন্ধ আসছে। এসে্ ঘেরে এমে দেখে তার ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরে নিয়ে গেছে। তিনি আরো বলেন তার শশুর আব্দুস সাত্তার শেখের সাথে প্রতিবেশীদের জমি নিয়ে দীর্ঘ দিন যাবত গোলযোগ থাকায় কারণে সে শ্বশুরের পক্ষ নেওয়ার কারণে জমি নিয়ে বিরোধের জের ধরে একাজ করছে বলে জানান এবং ঘেরের চারী পাশে চিংড়ি,রুই,কাতল, মৃগেল মাছ মারা গেছে।
এব্যাপারে ডুমুরিয়া উপজেলা খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ দিদার হোসেন জমির বিষয় টি নিয়ে সালিশী ডেকেছেন।।