মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।   বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শ্যামনগর সিটি ক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির দোয়া অনুষ্ঠান গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঈশ্বরদীতে বিএনপি নেতার কারামুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মোঃখায়রুল বাশার (মিঠু)
Update Time : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

 

 

মোঃখায়রুল বাশার (মিঠু) ঈশ্বরদী (পাবনা)প্রতিনিধি

 

 

পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয়তাবাদী যুবদল ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিনের মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল সোমবার (২৮ অক্টোবর) বিকালে দাশুড়িয়া এমএম উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ শেষে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন। পরে বিভিন্ন স্লোগান দিয়ে দাশুড়িয়া ট্রাফিক মোড় থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, স্বৈরাচার শেখ হাসিনার ট্রেন বহরে হামলা মামলার ফরমায়েশি রায়ে এখনও আমাদের বিএনপির ৯ জন নেতাকর্মী কারাগারে রয়েছেন। এই নয়জনের মধ্যে দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিনের মুক্তির দাবিতে আজ হাজার হাজার নেতাকর্মী রাজপথে নেমে এসেছে। ঈশ্বরদীতে বিএনপির রাজনীতিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে, আওয়ামী লীগের স্বৈরাচারদের আশ্রয়দাতা হিসেবে কাজ করে অনেকেই দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। আমাদের নেতা তারেক রহমানের যে নির্দেশ তা আমরা অক্ষরে অক্ষরে পালন করে যাবো।

 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সূলভ মালিথার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, পাবনা জেলা যুবদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম শরীফ প্রমুখ।

 

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ওহিদুল ইসলাম) (মেম্বার), ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক তানভীর রহমান তুষার, জাসাস সাধারণ সম্পাদক এনামূল হক মাষ্টার, নূর নবী,সাহাবুল সরদার, পিয়াস, মেহেরাব, আশিক, রমজান, উজ্বল, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, শ্রমিকদল নেতা রবিউল ইসলাম রবি,শ্রমিকদল নেতা জিয়া, রেন্টু সরকার, যুবনেতা ইসরাইল, সাজাহান, রাজন,‌‌ সোহেল, সজলসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী এ মিছিলে অংশগ্রহণ করে।