শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম:
অতি স্বচ্ছতার সাথে নতুনভাবে পূনঃ নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের আবেদন  নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন শ্যামনগরের কলবাড়ি বাজারে বিএনপি নেতা বাপ্পির দখলবাজি, তিন দোকানে জোরপূর্বক তালা আমার ভীষণ মন খারাপ লাগছে — ইউএনও মোছাঃ রনি খাতুন বদলী হওয়ার পাঁচ মাসের মধ্যে সেই  জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান সদর উপ‌জেলায় যোগদান শ্যামনগরে খ্যাগড়াদানা কিশোর সংঘের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। দুর্নীতিতে সেরা  জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এখনও বহাল তবিয়্যাতে শ্যামনগরের ইউএনওর হস্তক্ষেপে অবশেষে জনসাধারণ ফিরে এলো ঝাপার খালটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির সদস্য হলেন সাবেক ছাত্রদলনেতা  এড. মাসুদুল আলম দোহা শ্যামনগরে ছাত্রদল নেতা কাইয়ুমের নামে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

‘এস জেড এইচ এম ট্রাস্ট’ নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘আলোর পথে’র ব্যবস্থাপনায় মহিলা মাহফিল অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান
Update Time : শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

‘এস জেড এইচ এম ট্রাস্ট’ নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘আলোর পথে’র ব্যবস্থাপনায় অক্টোবর মাসের মাহফিল নগরের নতুন চান্দগাঁও থানার উত্তর পাশে রূপালী আবাসিক গেইট সংলগ্ন ডিউ উদয়ন ভবনস্থ ট্রাস্ট মিলনায়তনে গত ২৬ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয়।

সংগঠনের সিনিয়র সদস্য সৈয়দা আকলিমা ফাতেমা’র তত্ত্বাবধানে সাদিয়া সুলতানা ও আলিশা আকতারের সঞ্চালনায় মাহফিলে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সিদরাতুল মুনতাহা, নাতে রাসূল (সা:) পরিবেশন করেন সানজিনা ইসলাম, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন নার্গিস আক্তার চৌধুরী এবং ‘ইসলামের ইতিহাস-ঐতিহ্যে রবিউস সানি মাস’ শীর্ষক তথ্যকণিকা উপস্থাপন করেন নওশীন আরা। মাহফিলের নির্ধারিত ‘গাউসুল আযম হযরত শাইখ সৈয়দ আবদুল কাদের জিলানী (ক.)’ বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংক কলোনী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং হাটহাজারীর ধলই গাউসিয়া আহমদিয়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আহাদুজ্জামান। আলোচক তাঁর আলোচনায় উল্লেখ করেন, গাউসুল আযম হযরত শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী (ক.) ইসলাম ধর্মের অন্যতম আধ্যাত্মিক ব্যক্তিত্ব, সূফিরা তাঁকে ‘বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী’ নামে সম্বোধন করেন। আধ্যাত্মিকতায় উচ্চমার্গের জন্য বড়পীর ইরাকের অন্তর্গত ‘জিলান’ নামক স্থানে জন্মগ্রহণ করায় জিলানী, সম্মানিত হিসাবে আবু মোহাম্মদ মুহিউদ্দীন প্রভৃতি উপাধি ও নামেও তাঁকে সম্বোধন করা হয়। তিনি আরও বলেন, গাউসুল আযম হযরত সৈয়দ আবদুল কাদের জিলানীর জীবনের সাথে গাউসুল আযম হযরত সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর জীবনের অপূর্ব মিল পাওয়া যায়। উভয়ের আবির্ভাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাঁদের পিতা-মাতাকে স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন। তাঁরা চরম সংকট মুহূর্তেও কোনরূপ বিচলিত না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতেন, অসহায়, নিঃস্ব, দরিদ্রদেরকে অকাতরে সাহায্য করতেন। তাঁদের মহান ব্যক্তিত্বের সংস্পর্শে এসে অসংখ্য মানুষ ইসলামের নৈতিক এবং আধ্যাত্মিক দীক্ষা গ্রহণ করে যুগশ্রেষ্ঠ অলিউল্লাহতে পরিণত হয়েছেন।