শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
রিপোর্ট: জি এম রাজু আহমেদ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ অক্টোবর (শনিবার) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন-প্রেসক্লাব সভাপতি আলহজ্ব সামিউল আযম মনির। সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার শ্যামনগর সংবাদদাতা এস, এম, মোস্তফা কামাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে পূর্ববর্তী রেজুলেশন পাঠ ও অনুমোদন, কার্যনিবাহী পরিষদের ৩জন সদস্য নির্বাচন, মামলা সংক্রান্ত, আয় ও ব্যয় সংক্রান্ত, সাংগঠনিক সহ আলোচ্য সূচী তে স্থান পায়।
এ সময় সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক আবু সাঈদ, রনজিত বর্মন ও এসকে সিরাজকে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
এছাড়া সাংগঠনিক তৎপরতা বাড়াতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
##