মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন

শিরোনাম:
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।   বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শ্যামনগর সিটি ক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির দোয়া অনুষ্ঠান গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

পাইকগাছায় ঘুর্নিঝড় দানার প্রভাবে সহিল উদ্দিনের মানবেতর জীবনযাপন

শেখ মারুফ বিল্লাহ
Update Time : মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন

 

 

শেখ মারুফ বিল্লাহ :

 

খুলনার পাইকগাছায় ঘুর্নিঝড় দানার প্রভাব ও অতি বৃষ্টির ফলে একমাত্র থাকার ঘরটি পড়ে যাওয়ায় মানবেতর দিনযাপন করছেন নিঃস্ব সহিল উদ্দিন।

 

সহিল উদ্দিন উপজেলার গদাইপুর ইউনিয়নের চরমলই গ্রামের গরিব অসহায় ইছার উদ্দিন চৌকিদারের ছেলে। পরের জমিতে কাজ করে যে মুজুরী পান তা দিয়ে চলে তার ৫ সদস্যের সংসার।স্ত্রী সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা তার একমাত্র আয়ের উপর নির্ভরশীল।দিন মজুরী করে অতি কষ্টে কাটে তার সংসার জীবন।

 

ঘুর্নিঝড় দানার প্রভাবে ও ভারী বৃষ্টিপাতের ফলে বৃহস্পতিবার রাতে তার বসবাসের একমাত্র ঘরটি ভেঙে পড়ে।একমাত্র ঘরটি ভেঙে পড়ায় বর্তমানে পরিবারেরর অন্যান্য সদস্যেদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন দিনমজুর সহিল উদ্দিন।

 

সহিল উদ্দিন বলেন, একমাত্র থাকার ঘরটি পড়ে যাওয়ায় বর্তমানে স্ত্রী সন্তানদের নিয়ে রাস্তার উপর খোলা আকাশের নিচে বসবাস করার মতো উপক্রম হয়েছে।এখন আমি কি করবো ভেবে পাচ্ছিনা।নতুন করে ঘর বাঁধবো কিন্তু অর্থ পাব কোথায়? এখন আল্লাহর উপর একমাত্র ভরসা।তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

 

স্থানীয় আব্দুল্লাহ মোড়ল বলেন, গরীব অসহায় দিনমজুর সহিল উদ্দিনের একমাত্র থাকার ঘরটি পড়ে যাওয়ায় সে বর্তমানে অসহায় হয়ে পড়েছে।অন্যের সাহায্য ছাড়া এই গরিবের পক্ষে একটি ঘর তৈরি করা সম্ভব নয়।

 

গদাইপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান বলেন, আমি শুনেছি।সরকারি বরাদ্দ আসলে তাকে সহযোগিতা করব।