শনিবার, ২৪ মে ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে সৌদি প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ অতি স্বচ্ছতার সাথে নতুনভাবে পূনঃ নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের আবেদন  নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন শ্যামনগরের কলবাড়ি বাজারে বিএনপি নেতা বাপ্পির দখলবাজি, তিন দোকানে জোরপূর্বক তালা আমার ভীষণ মন খারাপ লাগছে — ইউএনও মোছাঃ রনি খাতুন বদলী হওয়ার পাঁচ মাসের মধ্যে সেই  জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান সদর উপ‌জেলায় যোগদান শ্যামনগরে খ্যাগড়াদানা কিশোর সংঘের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। দুর্নীতিতে সেরা  জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এখনও বহাল তবিয়্যাতে শ্যামনগরের ইউএনওর হস্তক্ষেপে অবশেষে জনসাধারণ ফিরে এলো ঝাপার খালটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির সদস্য হলেন সাবেক ছাত্রদলনেতা  এড. মাসুদুল আলম দোহা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

মিরপুরে ‘সাকিবিয়ান’দের স্লোগান!  

স ম জিয়াউর রহমান
Update Time : শনিবার, ২৪ মে ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

 

 

রিপোর্ট: স ম জিয়াউর রহমান

 

গতকাল ১৭ অক্টোবর বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ‘মিরপুরের ছাত্র-জনতা’র ব্যানারে একটা দল সাকিববিরোধী অবস্থান নিয়েছিল। সাকিবকে দল থেকে বাদ দেওয়ার দাবি তুলে তাঁরা বক্তৃতা-বিবৃতিও দিয়েছেন। সাকিবকে বাদ না দিলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেওয়া হবে বলে বিসিবি বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে তাঁদের পক্ষ থেকে।

আজ ১৮ অক্টোবর শুক্রবার দুপুরে নিজেদের ‘সাকিবিয়ান’ দাবি করে একটি দল আবার মিরপুর স্টেডিয়ামের সামনে সাকিবের পক্ষে দাঁড়িয়েছেন। ‘উই স্ট্যান্ড উইথ সাকিব আল হাসান’ হ্যাশট্যাগ দেওয়া একটি ব্যানার নিয়ে স্টেডিয়ামের দুই নম্বর গেটের সামনে দাঁড়িয়ে ‘সাকিব’, ‘সাকিব’ স্লোগান দিয়েছেন সেই সমর্থকেরা। ব্যানারে লেখা ছিল, ‘বাংলার নবাব সাকিব আল হাসানকে নিয়ে কোনো রকম ষড়যন্ত্র আমরা সাকিবিয়ানরা মেনে নেব না’।

বাংলাদেশ দল তখন মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করছিল। বৃষ্টির কারণে স্টেডিয়ামের ইনডোরে ব্যাট-বলের অনুশীলন করছিলেন নাজমুলরা। এদিকে মাঠের বাইরে সাকিব সমর্থকদের স্লোগানে মুখর ছিল স্টেডিয়াম এলাকা মিরপুর। বাংলাদেশ দলের অ্যানালিস্ট মহসিন খান স্লোগান শুনে ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন।

২ নম্বর গেটের সামনে এসে দাঁড়িয়ে ছিলেন কৌতূহলী মহসিন। এক সাংবাদিককে হইচইয়ের ব্যাপারে জিজ্ঞেস করেন, ‘ওরা কি সাকিবের ভক্ত?’ উত্তর শুনে নিজের মোবাইল বের করে সমর্থকদের স্লোগান ভিডিও করতে থাকেন জাতীয় দলের কোচিং স্টাফের এই সদস্য।

এ ঘটনার কিছুক্ষণ আগেই ২১ অক্টোবর শুরু হতে যাওয়া মিরপুর টেস্টের দলে সাকিবের জায়গায় তরুণ বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে সুযোগ দেওয়ার ঘোষণা আসে।

অভিষেকের অপেক্ষায় থাকা ২৩ বছর বয়সী এই স্পিনার গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন। যেই মিরপুর টেস্ট সাকিবের বিদায়ের মঞ্চ হওয়ার কথা ছিল, সেটি হয়ে উঠল মুরাদের দলে ফেরার উপলক্ষ।

এদিকে সাকিব আল হাসানকে দেশে ফিরতে না দেওয়ায় ক্রিকেট ভক্ত ও সাকিবিয়ানদের ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাকিব আল হাসান বর্তমানে দুবাই অবস্থান করছেন। সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত ও নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়ায় দেশে না ফেরার সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান।

এদিকে সাকিব আল হাসান একজন বিশ্বসেরা অলরাউন্ডার ও কিংবদন্তি ক্রিকেটার পরও দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে না দেওয়ায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন মাশরাফি সাকিব ক্রিকেট ফ্যান ফাউন্ডেশনের সমন্বয়ক ও সাকিবিয়ান চট্টগ্রামের সদস্য স ম জিয়াউর রহমান। তিনি বলেন, সাকিব আল হাসান দেশের একজন ক্রিকেট লিজেন্ড ও কিংবদন্তি ক্রিকেটার। তাকে সম্মানের সাথে বিদায় দিতে না পারায় কোটি কোটি সাকিবিয়ানদের হ্নদয়ে রক্ত ক্ষরণ হচ্ছে। ইতিহাস এ নির্মমতাকে ভাবিয়ে তুলবে। তিনি আরও বলেন, সাকিব আল হাসান একজন। তাকে আমরা বাঙালিরা মূল্যায়ন না করলেও ক্রিকেট বিশ্ব মূল্যায়ন করেছে। ক্রিকেট ইতিহাস যতদিন থাকবে ততদিন সাকিব আল হাসান থাকবে আর সাকিব বিরোধীরা ইতিহাসে আস্তাকুঁড়ে নিক্ষেপ হবে।