সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি।
পঞ্চগড় জেলার বোদা উপজেল সাকোয়া ইউনিয়নের হাই স্কুল পাড়ানিবাসী বীর মুক্তিযোদ্ধা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বোদা উপজেলার ত্রাণ বিষয়ক সম্পাদক সাকোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম প্রধান গতকাল রাত 11:30 মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনার মৃত্যুতে সাকোয়া ইউনিয়নে শোকে ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও তুই মেয়ে রেখে গেছেন। সাকোয়া ইউনিয়নেের সাবেক চেয়ারম্যান সায়েদ জাহাঙ্গীর আলম সবুজ ও আসাদ আলী সিকদার গণমাধ্যম কর্মীদের জানান বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম প্রধান একজন ভালো মনের মানুষ ভালো সংগঠক এবং সহজ সরল সৎ মানুষ হিসাবে সবার কাছে পরিচিত ছিলেন।তার মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবারের জন্য আপনারা সকলে দোয়া করবেন। মহান আল্লাহ তায়ালা জেন উনাকে বেহেশতের উঁচু মাকাম দান করেন।