শনিবার, ২৪ মে ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

শিরোনাম:
অতি স্বচ্ছতার সাথে নতুনভাবে পূনঃ নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের আবেদন  নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন শ্যামনগরের কলবাড়ি বাজারে বিএনপি নেতা বাপ্পির দখলবাজি, তিন দোকানে জোরপূর্বক তালা আমার ভীষণ মন খারাপ লাগছে — ইউএনও মোছাঃ রনি খাতুন বদলী হওয়ার পাঁচ মাসের মধ্যে সেই  জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান সদর উপ‌জেলায় যোগদান শ্যামনগরে খ্যাগড়াদানা কিশোর সংঘের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। দুর্নীতিতে সেরা  জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এখনও বহাল তবিয়্যাতে শ্যামনগরের ইউএনওর হস্তক্ষেপে অবশেষে জনসাধারণ ফিরে এলো ঝাপার খালটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির সদস্য হলেন সাবেক ছাত্রদলনেতা  এড. মাসুদুল আলম দোহা শ্যামনগরে ছাত্রদল নেতা কাইয়ুমের নামে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)-র চাহরাম শরীফ অনুষ্ঠিত পারস্পরিক মতামত-বিশ্বাস-শ্রদ্ধাবোধের ভেতর দিয়ে দেশ পরিচালনার তৌফিক প্রার্থনা

স ম জিয়াউর রহমান
Update Time : শনিবার, ২৪ মে ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

ত্বরীকায়ে মাইজভাণ্ডারীয়া- র প্রবর্তক নুরুল আলম গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ)-র ভ্রাতুষ্পুত্র গাউসুল আজম বিল বিরাসাত হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (কঃ) প্রকাশ বাবা ভাণ্ডারী কেবলা কাবা’র মহান বার্ষিক খোশরোজ শরীফ এবং হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)-র প্র-পৌত্র মারজাল বাহারাইন, মাজমাউল বাহারাইন, বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এবং তাঁর জেষ্ঠ্য কন্যা শাহজাদী সৈয়দা জেবুন্নাহার বেগমের চাহরাম শরীফ মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিল এ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় মিলাদ-কিয়াম শেষে মুনাজাত পরিচালনা করেন গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)।

তিনি দেশ-জাতি-উম্মাহ’র কল্যাণ কামনা করে আল্লাহ সুবহানাহুতাআলা র দরবারে ফরিয়াদ করেন।

মুনাজাত পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সনাতনী ধর্মাবলম্বীদের সদ্য অনুষ্ঠিত শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সকল মুসলমানদের পক্ষ হতে, ত্বরীকায়ে মাইজভাণ্ডারীয়া-র সকল অনুসারীদের পক্ষ হতে সকল সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানান।

তিনি সকলে যাতে নিজ নিজ ধর্ম স্বাধীন ভাবে- সম্মানের সাথে উদযাপন করতে পারে, পারস্পরিক একটি ভ্রাতৃত্ববোধের ভেতর দিয়ে, যাতে একে অপরের প্রতি সম্মানবোধের ভেতর দিয়ে, পরস্পরের মতামতের-বিশ্বাসের-শ্রদ্ধা বোধের ভেতর দিয়ে, আমরা যাতে এই বাংলাদেশকে পরিচালিত করতে পারি,

যার যার প্রাপ্য অধিকার ও সম্মান যাতে যথাযথ ভাবে প্রত্যেকে লাভ করতে পারে তার জন্য পরম করুণাময়ের দরবারে ফরিয়াদ পেশ করেন।

মিলাদ-কিয়াম-মুনাজাত শেষে আগত অগণিত আশেক, ভক্ত,

জায়েরীণদের তবাররকাত হিসেবে ফলারাদি এবং নেয়াজ পরিবেশন করা হয়।