শনিবার, ২৪ মে ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
রিপোর্ট: স ম জিয়াউর রহমান
হাইদচকিয়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মাতৃমন্দির ও নবগ্রহ মন্দির প্রাঙ্গণে সূর্যগিরি আশ্রমে সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের উদ্যোগে মহাঅষ্টমী তিথিতে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান ফটিকছড়ি পূজা উদ্যাপন পরিষদ আহ্বায়ক কমিটি পরিদর্শন করে। সংগঠনের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্চনা রানী আচার্য। এ সময় আরও বক্তব্য রাখেন রূপনা আচার্য, দীপন ভট্টাচার্য, টিটু চৌধুরী, ধীমান দাশ ও সমীর কান্তি দাশ। এ সময় উপস্থিত ছিলেন মহানগর পূজা উদ্যাপন পরিষদের প্রেসিডিয়াম সদস্য ডা. বিজয়কৃষ্ণ বৈষ্ণব, ফটিকছড়ি পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি মাস্টার রতন কান্তি চৌধুরী, আহ্বায়ক সন্তোষ কুমার শীল, কাজল শীল, সুজিত চক্রবর্তী, সত্যজিৎ খাস্তগীর, বিপ্লব খাস্তগীর, পিন্টু শীল, রূপম ভৌমিক, বাসু ঘোষ, পলাশ নাথ, তাপস চক্রবর্তী, মিলন দাশ। এ সময় গীতা ও চণ্ডীপাঠ প্রতিযোগিতায় প্রায় ৮০ ছাত্রছাত্রীকে পুরস্কার বিতরণ করা হয়।