শনিবার, ২৪ মে ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় দক্ষিণ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য কফিলুল করিমকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ ৪ অক্টোবর শুক্রবার ভোরে বাঁশখালী উপজেলার তোতকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কফিলুল করিম (৪১) বাঁশখালী উপজেলার খুদুকখালীর মন্নান পাড়ার আবদুর রহিমের ছেলে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, বাঁশখালী থানার চাম্বল বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কফিলুল করিমকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন।
স্হানীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মামলায় এজাহার নামীয় আসামি না হলেও দলীয় রোষানলের শিকার হয়ে আটক হলেন কফিলুল করিম। কফিলুল করিম আওয়ামী লীগের কর্মী হলেও এলাকায় তার সুনাম রয়েছে।
এদিকে কফিলুল করিমের নি:শর্ত মুক্তি দাবি করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ, চট্টগ্রাম আওয়ামী মৎস্যজীবী লীগ ও কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ। তারা অবিলম্বে দ্রুত বিনা কারণে আটক মৎস্যজীবী লীগ নেতা কফিলুল করিমের মুক্তির দাবি জানান।