শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
মোঃ আনোয়ার হোসেন
ডিমলা, নীলফামারী।
নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের সোনামনিরডাঙ্গা গ্রামের আঃ গফুর(৬০) এর ১ম স্ত্রী পাঁচ পুত্র রেখে মৃত্যু বরন করে। পরবর্তীতে আঃ গফুর তাহেরা বেগমকে ২য় বিবাহ করে। তাহেরা বেগমের ঔরষে এক কন্যা সন্তান জন্ম গ্রহন করে। এতে আঃ গফুরের পাঁচ পুত্র ক্ষিপ্ত হয় এবং তাদের মধ্যে জোত জমি স্হাবর – অস্হাবর সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এরই একপর্যায়ে তাহেরা বেগমের সতীন পাঁচ পুত্র সবুজ ইসলাম, আলাকুল ইসলাম, হেলাল ইসলাম, মনিরুল ইসলাম গন গত কয়েক দিন পুর্বে পিতা আঃ গফুরকে ডেকে নিয়ে স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর চায়।কিন্তু আঃ গফুর স্বাক্ষর দিতে অপারগতা প্রকাশ করায় পুত্র গন তাহেরা বেগমকে পিটিয়ে আহত করে এবং আঃ গফুরকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে চিকিৎসা নিয়ে আঃ গফুর সুস্থ্য হয়। এতে তাহেরা বেগম বাদী হয়ে ঘটনার বর্ননা দিয়ে আদালতে মামলা করেন। উক্ত মামলায় আঃ গফুরকে স্বাক্ষী করায় সতীন পুত্ররা ক্ষেপে যায় এবং ঘটনার আপোষ করার কৌশলে ষড়যন্ত্র করে। গতকাল রাতে পুত্ররা আঃ গফুরকে ঘটনার আপোষ করার কথা বলে ৪ পুত্র পিতা আঃ গফুরকে ডেকে নিয়ে খাদ্যের সহিত পয়জন মিশিয়ে খাওয়ালে আঃ গফুর মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে। পরবর্তীতে আঃ গফুরকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে আঃ গফুরের মৃত্যু হয় বলে তাহেরা বেগম জানায়। ডিমলা থানা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। এদিকে তাহেরা বেগম বাদী হয়ে ডিমলা থানায় মামলা দায়ের করে বলে ডিমলা থানার তদন্ত অফিসার আঃ রহিম নিশ্চিত করেন।