শুক্রবার, ২৩ মে ২০২৫, ১০:১২ অপরাহ্ন

শিরোনাম:
অতি স্বচ্ছতার সাথে নতুনভাবে পূনঃ নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের আবেদন  নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন শ্যামনগরের কলবাড়ি বাজারে বিএনপি নেতা বাপ্পির দখলবাজি, তিন দোকানে জোরপূর্বক তালা আমার ভীষণ মন খারাপ লাগছে — ইউএনও মোছাঃ রনি খাতুন বদলী হওয়ার পাঁচ মাসের মধ্যে সেই  জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান সদর উপ‌জেলায় যোগদান শ্যামনগরে খ্যাগড়াদানা কিশোর সংঘের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। দুর্নীতিতে সেরা  জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এখনও বহাল তবিয়্যাতে শ্যামনগরের ইউএনওর হস্তক্ষেপে অবশেষে জনসাধারণ ফিরে এলো ঝাপার খালটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির সদস্য হলেন সাবেক ছাত্রদলনেতা  এড. মাসুদুল আলম দোহা শ্যামনগরে ছাত্রদল নেতা কাইয়ুমের নামে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নৃত্যর মাধ্যমে সংস্কৃতিকে তুলে ধরেছেন দিনাজপুরের নৃত্যশিল্পী ইতি ।

মো:মেহেদী হাসান ফুয়াদ 
Update Time : শুক্রবার, ২৩ মে ২০২৫, ১০:১২ অপরাহ্ন

 

মো:মেহেদী হাসান ফুয়াদ

দিনাজপুর জেলা প্রতিনিধি ॥

 

নৃত্য মানুষের মনোজাগতিক প্রকাশভঙ্গি, নৃত্য প্রদর্শনী দেখলে মানুষ তার যোগাযোগের বিভিন্ন আঙ্গিকের সঙ্গে তুলনা করে কেননা নৃত্য এবং ভাষা কাজ করে এক সূত্রে আর সেই নৃত্যর মাধ্যমে দেশের সংস্কৃতিকে তুলে ধরেছেন দিনাজপুরের নৃত্যশিল্পী মাহমুদা খাতুন ইতি ।

 

নৃত্যশিল্পী মাহমুদা খাতুন ইতির সাথে দিনাজপুর জেলা প্রতিনিধি মো: নাজমুল ইসলাম নয়ন এর আলাপচারিতায় জীবনের কথা, নৃত্যচর্চার কথা, নাচ নিয়ে তার স্বপ্নের কথা ।

 

বাবা চাকরিজীবী মোঃ মাহফুজুল্লাহ মা গৃহিণী নুরজাহান বেগম চার ভাই বোনের মধ্যে সবার ছোট নৃত্যশিল্পী মাহমুদা খাতুন ইতি। নৃত্য শিল্পী হয়ে ওঠার পিছনে যার সব থেকে বেশি অবদান রেখেছেন মা নুরজাহান বেগম । চতুর্থ শ্রেণী থেকেই নৃত্য শিখেছেন তবে শুধু নৃত্য মধ্যেই সীমাবদ্ধ থাকেনি চালিয়েছেন পড়াশোনা এলএলবি পাস করেছেন । দিনাজপুর শিল্পকলার নৃত্য প্রশিক্ষক হিসেবে কাজ করার পাশাপাশি গড়ে তুলেছেন নিজস্ব একটি তা থৈ নামের একটি নাচের দোল ।

 

প্রাচীন মানুষের ছেড়ে যাওয়া বিভিন্ন বস্তু নিদর্শনের মতো নৃত্যকলার তেমন কোন বস্তু না পাওয়া গেলেও নৃত্যকলা প্রাচীন মানবের বিভিন্ন আচার উৎসবে নৃত্যের প্রমাণ পাওয়া যায়। প্রাচীন নৃত্যকলার আরো প্রমাণ মেলে শূদ্রকের মুচ্ছোকটিক গ্রন্থে । মঞ্চে পরিবেশিত নৃত্য এর প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে প্রদর্শনী একে সঙ্গীতা অনুষ্ঠানের নৃত্য বলা যায় ,আর সেই নৃত্যকেই বিভিন্ন প্রতিকূলতা উপেক্ষা করেই দেশ ও দেশের বাইরে তুলে ধরেছেন দিনাজপুরের নৃত্যশিল্পী মাহমুদা ইতি । এই নৃত্য উপস্থাপনের মাধ্যমেই নিজের ঝুড়িতে তুলেছেন দেশ-বিদেশের সনদ ও সম্মাননা স্মারক ।

 

মাহমুদা খাতুন ইতি নৃত্যের মধ্য দিয়ে দেশের সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরে সংস্কৃতিকে উপস্থাপন এবং তার বিনিময় প্রকাশ করতে চান ।