শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর উপজেলা জাতীয়তাবাদী তরুণ দলের নতুন ১১৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, সরকারী হাসপাতালের কোলঘেষা আনিকা প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ, ক্লিনিক সীলগালা করার নির্দেশ সিভিল সার্জনের  নিরাপত্তার চাদরে সাতক্ষীরার সীমান্ত জনপদ, ১৭ বিজিবির ব্যাপক তৎপরতা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নিরাপত্তার চাদরে সাতক্ষীরার সীমান্ত জনপদ, ১৭ বিজিবির ব্যাপক তৎপরতা চিংড়ী শিল্প বাঁচানোর দাবিতে সীমান্তবর্তী শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত  মাত্র ২০০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসা-কালিগঞ্জে মানুষের পাশে দাঁড়াল রিডা হাসপাতাল শ্যামনগরে ৫ই আগস্টের সুযোগে প্রবাসীর বসতভিটা ও দোকান জবর দখলের অভিযোগ সাতক্ষীরা ৪ আসনে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের “নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত” ঐক্যবদ্ধ বিএনপি ধানের শীর্ষ কে জেতাতে সাতক্ষীরা -৪ আসনে আনুষ্ঠানিক ভাবে ঘোষনা দিলো সংবাদ সম্মেলনের মাধ্যমে  শ্যামনগরে এসএম হাবিবুর রহমান লিটনের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে জরুরি এম্বুলেন্স সেবা চালু ‎
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ফরহাদাবাদ দরবার শরীফে পবিত্র জসনে ঈদে মিলাদুন্নবী (সঃ) সমাপ্ত

স ম জিয়াউর রহমান
Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

রিপোর্ট: স ম জিয়াউর রহমান

 

 

 

 

গত ৩০ সেপ্টেম্বর’২৪ সোমবার ফরহাদাবাদ দরবার শরীফ এ “আনজুমানে গাউসিয়া আমিনিয়া ফয়জিয়া”কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় দরবারের শাহী ময়দানে পীরে তরিকত আলহাজ্ব মওলানা শাহসুফি সৈয়দ সফিউল বারী(মঃ)’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সাফায়াতুল ইসলাম সাবাল ও হাফেজ মিনহাজুল আবেদিন এর সন্ঞালনায় মাহফিলে দরবারের আওলাদগনের মধ্যে উপস্থিত ছিলেন শাহসুফি সৈয়দ মুহাম্মদ হাসান ফরহাদাবাদী, শাহসুফি সৈয়দ মুহাম্মদ হোসাইন ফরহাদাবাদী, সৈয়দ সফিউল আনোয়ার, সৈয়দ মুহাম্মদ নুরুন্নবী, শাহজাদা সৈয়দ নুরুল আলম,শাহজাদা সৈয়দ মঈনউদ্দিন,শাহজাদা সৈয়দ কুতুব উদ্দিন, শাহজাদা সৈয়দ জয়নাল আবেদিন,শাহজাদা সৈয়দ জামাল উদ্দিন,শাহজাদা সৈয়দ তকিউদ্দিন,সাহেবজাদা সৈয়দ সামিউল হক তাসাউফ।প্রধান ওয়ায়েজিন হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা পীরে তরিকত আলহাজ্ব আল্লামা আবু সুফিয়ান খান আবেদী(মঃ)।ওয়ায়েজিন হিসেবে তকরির করেন আল্লামা সৈয়দ বোরহান উদ্দিন সফিউল বশর ,মওলানা হাফেজ নুরুল আনোয়ার বেলাল ,মওলানা আলী মর্তুজা সিরাজি। দরবারের পক্ষ থেকে সমাপনি বক্তব্য প্রদান করেন আল্লামা ফরহাদাবাদী একাডেমী’র সভাপতি শাহজাদা সৈয়দ নুরুল আলম।’

আলোচনায় বক্তারা নবী করিম (সঃ)’র আকিদা সমুন্নত রেখে আহলে সুন্নাত ওয়াল জামাতের রূপরেখা অনুযায়ী সকল নবী অলী প্রেমিক সুন্নি মুসলমানকে ঐক্যবদ্ধভাবে চলার উপর গুরুত্বারোপ করেন’।আমন্ত্রিত ওলামাকেরামের মধ্যে উপস্থিত ছিলেন মওলানা আবুল কাসেম আনোয়ারী ,মওলনা সৈয়দ মোফাক্কেরুল ইসলাম মির্জাপুরী, হাফেজ সৈয়দ খালেদ হোসাইন, মওলানা শেখ আরিফুর রহমান, মওলানা সৈয়দ তানজিদ হোসাইন, মওলানা মুহাম্মদ হোসেন,হাফেজ জাহেদুল আবেদিন, হাফেজ মুহাম্মদ শাফায়েত প্রমূখ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিল্লাত হোসেন মেস্বার,মাস্টার এনামুল হক মুহুরি, পারশেদ বিন আনোয়ার, নাসির উদ্দিন মন্টু, মুহাম্মদ আলাউদ্দিন, মুহাম্মদ হুমায়ুন, নুরুল ইসলাম, গোলামুর রহমান রাজু, হাফেজ আবদুর রহমান, মুহাম্মদ আমিনুল্লাহ, তৌহিদ ড্রাইবার, মুহাম্মদ সজীব, গোলাম মওলা, মুহাম্মদ হোসেন, মুহাম্মদ আলী প্রমূখ।

মিলাদ কিয়াম পরিচালনা করেন শাহেবজাদা সৈয়দ সামিউল হক।আখেরী মুনাজাত পরিচালনা করেন হারুয়ালছড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত হযরত মওলানা জাফর সাদেক আল আহাদী(ম.)।

সর্বশেষ সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়।