মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম:
মানবতার দীপ্ত যাত্রা সংগঠনের উদ্যোগে অসহায় দুস্থ ও ভাসমান মানুষের মাঝে খাদ্য বিতরণ কাশিমাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত।  শ্যামনগরে উপবৃত্তির অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ  তথ্য সংগ্রকালে সাংবাদিকদের হেনস্তা আটুলিয়ায় ছাত্রদলের শুভেচ্ছা মিছিল  গোবিন্দপুর আবু হানিফ এ এইচ উচ্চ বিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত নওয়াবেঁকী বাজারে ধান বিক্রির টাকা চাইতে গিয়ে ব্যাপারী শফিকুলের উপর হামলা, থানায় অভিযোগ শ্যামনগরে চাচার দায়ের কোপে হাত ভাঙলো ভাতিজা  যুবকের,থানায় মামলা শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত শ্যামনগরে এস এস সি ৯৫ ব্যাচের বন্ধু রাজের আত্বার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কোটালীপাড়ায় ১০ম গ্রেডের দাবিতে শিক্ষকদের মানববন্ধন।

শেখ কামরুজ্জামান (রানা)
Update Time : মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

 

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: – শেখ কামরুজ্জামান (রানা)।

 

দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে গোপালগঞ্জের  কোটালীপাড়ায় মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

আজমঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদের সামনের সড়কে কোটালীপাড়া উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা মানববন্ধনে অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার এবং কোটালীপাড়া উপজেলা শিক্ষা অফিসারের কাছে  অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্ঠা বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষকেরা।

এসময় বক্তারা বলেন, প্রাথমিকে লেখাপড়া করেই একজন শিক্ষার্থী মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। গ্রাজুয়েশন শেষ করে, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর বা সচিবালয়ে দায়ীত্ব পালন করেন। অথচ প্রাথমিক বিদ্যালয়ে একজন সন্তানকে যে শিক্ষক হাতেখড়ি দিল তার বেতন ১৩ তম গ্রেডে পাচ্ছে। এটা খুবই দুঃখজনক। আমরা আবেদন করি বর্তমান সরকার আমাদের দাবি মেনে নিয়ে প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করবে। বর্তমান সময়ে একজন সহকারী শিক্ষকের ১৩তম গ্রেডে বেতন-ভাতা দিয়ে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। অসংখ্য শিক্ষক পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছেন । অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে দাবি, উনি যেন আমাদের বিষয়টি মেনে নেন।’

এ সময় অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন অলিউল্লাহ হাওলাদার, শিপন ঘরামী, রসময় রত্ন, মাসুদুর রহমান, অসিকুর হাওলাদার, ইব্রাহিম শিকদার, গোলাম মোস্তফা প্রমূখ।