সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন

শিরোনাম:
গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ন জননেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারা বাহিক ভাবে চলছে বিক্ষোভ সমাবেশ , শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গাইবান্ধায় মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় পরিবার কল্যাণ সহকারী চাকরি করার অভিযোগ

ফয়সাল রহমান
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন

 

 

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধার মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও ভুয়া সনদে পরিবার পরিকল্পনা বিভাগে মোছা. ফিদা হক ওরফে পিচ্ছি নামে এক নারী গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে পরিবার কল্যাণ সহকারি হিসেবে ৩/খ ইউনিটে ৬ বছর ধরে চাকরি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জেলা প্রশাসক, রংপুর পরিবার পরিকল্পনা বিভাগ, সদর উপজেলা নির্বাহী অফিসার, গাইবান্ধা সদর থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গা ইউনিয়নের রাজিবপুর গ্রামের গরীব অসহায় ফিদা হক পিচ্ছি (৮) কে তার বাবা কাজের মেয়ে হিসেবে সদর উপজেলার পূর্ব কোমরনই নিউ কদমতলির বীর মুক্তিযোদ্ধা মেহেরুল ইসলাম মন্ডলের বাড়িতে রেখে যায়। এরপর ফিদার বাবা মারা গেলে সে ওই বাড়িতেই থেকে কাজের মেয়ে হিসেবে কাজ করে এবং লেখাপড়া করতে থাকে। এদিকে মেহেরুল গুরুতর অসুস্থ থাকার কারণে ফিদা পিচ্ছি স্কুল-কলেজে তার নিজের বাবার স’লে পিতা হিসেবে মেহেরুলের নাম উল্লেখ করে। পরে সে কারিগরি শিক্ষাবোর্ড থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে এবং ভোটার আইডি কার্ডে ফিদা পিচ্ছি সেখানেও পিতা হিসেবে মেহেরুলের নাম ব্যবহার করে। এরপর ফিদা সুকৌশলে মেহেরুলের আইডি কার্ড, মুক্তিযোদ্ধার সনদসহ বিভিন্ন কাগজপত্র চাকরির আবেদনের সাথে দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় পরিবার পরিকল্পনা বিভাগে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে পরিবার কল্যাণ সহকারি হিসেবে ৩/খ ইউনিটে চাকরি নেন। পরে তার প্রতারণার বিষয়টি জানাজানি হলে তিনি ওই বাড়ি থেকে বের হয়ে শহরের সুন্দরজান মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। এছাড়া গত ৫ সেপ্টেম্বর ফিদা পিচ্ছি ফোন করে মেহেরুলের মুক্তিযোদ্ধার মূল আইডি কার্ড চায় ও সন্তান পরিচয় দিয়ে সম্পত্তির দাবি করে। এতে মেহেরুল মুক্তিযোদ্ধা কার্ড ও সম্পত্তির ভাগ দিতে অস্বীকৃতি জানালে তার স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যদের হত্যাসহ নানা ধরণের ভয়ভীতি প্রদর্শন করে আসছে। মেহেরুলের মুক্তিযোদ্ধা সনদ নং ০১৩২০০০২২২৫, সাময়িক সনদপত্র নং ম-৬১৫৫০, লাল মুক্তিবার্তা ০৩১৭০১০১১৬, বেসামরিক গেজেট-৩৫, মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা ৪১৭৬৬। মেহেরুল বর্তমানে জেলা শহরের জিগজাগ রোডের মাস্টারপাড়ায় বসবাস করেন।

এব্যাপারে ফিদা হক পিচ্ছির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি পালিত সন্তান হিসাবে মানুষ হইছে সে আমার বাবারমত।