সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনাম:
গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ন জননেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারা বাহিক ভাবে চলছে বিক্ষোভ সমাবেশ , শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

স্বামী-সন্তান রেখে প্রেমিকের হাত ধরে ঘর ছাড়লেন পাষণ্ড  মা 

উসমান গনি
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

 

উসমান গনি শ্রীপুর, প্রতিনিধি।

 

গাজীপুরের শ্রীপুরে হাজ্বী আবদুল ছালামের বাড়ির ভাড়াটিয়া স্বামীকে ঘরে রেখে ১ শিশু  সন্তার রেখে   প্রেমিকের সঙ্গে পালিয়ে যান এক নারী।

 

 

এবিষয়ে তার এলাকায় গিয়ে যানা যায় যে,  আনোয়ার হোসেন ও জান্নাতি খাতুন বিগত ৭ বছর পূর্বে তাদের দুই পরিবার মিলে তাদের বিবাহ দেয়।

তারা শান্তি পুর্ন ভাবে সাংসার করে যাচ্ছে  তাদের পরিবারে ১ টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন।

 

কাজের জন্য আনোয়ার হোসেন গাজীপুরের শ্রীপুরে বৈরাগীরচালা এলাকায় হাজ্বী আবদুল ছালামের বাড়িতে থেকে চাকুরী করতেন।  তার গ্রামের বাড়ি কাশিপুর থানা ফুলবাড়ি জেলা কুড়িগ্রামে  আনোয়ার হোসেন তার স্ত্রী সন্তান কে নিয়ে ভাড়া থাকতেন।

 

এমতা অবস্থায় তার স্ত্রী জান্নাতী খাতুন মোবাইলের মাধ্যমে একজনের সাথে কাথা বলতো বিষয় টি আনোয়ার হোসেন জানতে পারায় তাদের মধ্যে একপর্যায়ে জগরা বিবাদ সৃষ্টি হয়।

 

তাদের সংসারে নেমে এলো  কালো  অন্ধকার আধার ক্রমসেই চলতো রাগারাগি ,  শান্তি ছোঁয়া নেই বললেই চলে।

 

গত ০৪/০৯/২০২৪ ইং রাত ৮ টায় কাওকে কিছু  না বলে ভাড়া বাসা থেকে চলে যায়।

তাকে খোজাখুজি করে কোথাও পাওয়া যায় নি।  তার বাবার বাড়িতে যোগাযোগ করলে তারা  খারাপ ব্যবহার করেন।

 

আনোয়ার হোসেন দৈনিক দেশ প্রতিদিন কে বলেন যে,  আমি অনেক খোজাখুজি করে তার বাবার বাড়িতে কল করলে আমাকে প্রথমে হুমকি দেয়। আবার দুইদিন পর কল দিয়ে আমাকে শান্ত করে বলে এমন মেয়ে আমাদের সন্তান হতে পারেনা, যে কিনা তার ৬ বছরের সন্তার রেখে চলে যেতে পারে।

 

আনোয়ার হোসেন আরো বলেন আমি চাই  আমার  স্ত্রী ফিরে আসুক আমাদের সন্তান যেন এতিম না হয়।