শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম:
অতি স্বচ্ছতার সাথে নতুনভাবে পূনঃ নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের আবেদন  নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন শ্যামনগরের কলবাড়ি বাজারে বিএনপি নেতা বাপ্পির দখলবাজি, তিন দোকানে জোরপূর্বক তালা আমার ভীষণ মন খারাপ লাগছে — ইউএনও মোছাঃ রনি খাতুন বদলী হওয়ার পাঁচ মাসের মধ্যে সেই  জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান সদর উপ‌জেলায় যোগদান শ্যামনগরে খ্যাগড়াদানা কিশোর সংঘের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। দুর্নীতিতে সেরা  জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এখনও বহাল তবিয়্যাতে শ্যামনগরের ইউএনওর হস্তক্ষেপে অবশেষে জনসাধারণ ফিরে এলো ঝাপার খালটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির সদস্য হলেন সাবেক ছাত্রদলনেতা  এড. মাসুদুল আলম দোহা শ্যামনগরে ছাত্রদল নেতা কাইয়ুমের নামে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গোবিন্দগঞ্জে চাঁদা না পেয়ে জমি দখলের চেষ্টায় মারপিটে আহত ১

ফয়সাল রহমান জনি
Update Time : শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:২২ অপরাহ্ন

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাঁদা না পেয়ে জমি জবর দখলে বিভিন্ন গাছ রোপনের চেষ্টাকালে বাঁধা দেওয়ায় মারপিটে ১ আহতের অভিযোগ উঠেছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর, ২০২৪) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাপমারা ইউপির হরিপুর (দুধাআরা) গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত মো. আব্দুল রহিম উদ্দিনের কন্যা অ্যাড. ছামছুন্নাহার বেগম ওরফে রেখা পণ্ডিতপুর চাপড় গ্রামের আলী আহম্মদ ও আমিরুল ইসলাম গংদের অভিযুক্ত করে থানায় একটি লিখিত এজাহার করেন।

এজাহার সূত্রে জানা যায়, সাপমারা ইউনিয়নে খামারপাড়া মৌজার বিভিন্ন দাগের ৫৫ শতক জমি বাদী অ্যাড. ছামছুন্নাহার বেগম ওরফে রেখা ও তার স্বামী মো. শহিদুল ইসলাম নামীয় কবলামূলে ভোগদখলে আছেন। বিষয়টিতে নানা হুমকি দিয়ে অভিযুক্তরা ৫ লাখ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় জমি দখলের চেষ্টা করলে গাইবান্ধা বিজ্ঞ এডিএম আদালতে পিটিশন মোকদ্দমা নং ১৭৭/২৩ দায়ের হলে স্ব-স্ব দলিল মোতাবেক যার যার জমি সেই ভোগদখলে থাকিবে মর্মে আদেশ হয়। গত ২১ ডিসেম্বর ২০২৩ তারিখে বিকাল সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে জমি দখলে নিতে মাটি ভরাটের চেষ্টা করে। বিষয়টি স্থানীয়াভাবে আপোষের চেষ্টা করেন ভুক্তভোগী। পরবর্তীতে অভিযুক্তরা আবারও ২৯ আগস্ট ২০২৪ তারিখ সকালে বিবাদমান জমিতে বিভিন্ন ধরনের গাছ ও সব্জি চালা নির্মাণ করে। খবর পেয়ে ৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে খামারপাড়া মৌজাস্থ ৪৬৮ ও ৪৬৭ দাগের জমিতে চারা রোপনের মৌখিক প্রতিবাদ জানালে তারা ভুক্তভোগী বাদীকে মারপিটে আহত ও শ্লীলতাহানিকর ঘটনা ঘটায়। আত্মচিৎকারে সাক্ষীরা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

লিখিত এজাহার জমার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।