সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন

শিরোনাম:
গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ন জননেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারা বাহিক ভাবে চলছে বিক্ষোভ সমাবেশ , শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কলারোয়ায় গাড়ি বহর হামলার মিথ্যা মামলায় বিএনপি নেতা হাবিবসহ ৪৬ নেতা-কর্মীর জামিনে আনন্দ মিছিল

আসাদুজ্জামান আসাদ
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন

 

আসাদুজ্জামান আসাদ সিনিয়র স্টাফ রির্পোটারঃ

শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মিথ্যা মামলায় প্রায় ৪ বছর কারাবন্দি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি জননেতা হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপির ৪৬ নেতা হাইকোর্ট থেকে জামিন পাওয়ায় কলারোয়ায় বিএনপি ও সকল অঙ্গ সংগঠন আনন্দ মিছিল বের করে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বিপুল সংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই আনন্দ মিছিলে মিথ্যা মামলায় জামিন লাভ করায় মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয় কলারোয়া পৌর শহর। জননন্দিত জননেতা হাবিবসহ সকলের জামিনের খবরে কলারোয়ার সর্বত্র বইতে থাকে আনন্দের জোয়ার। উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দলের সকল পর্যায়ের নেতা-কর্মীর সরব পদচারণা কলারোয়া মিছিলের শহরে পরিনত হয়। আনন্দ মিছিল শেষে সাবেক সংসদ সদস্য জননেতা হাবিবুল ইসলাম হাবিবের বাসভবন চত্বরে নেতা-কর্মীদের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা শেখ হাসিনার গাড়ি বহর হামলার মিথ্যা কাল্পনিক মামলায় স্বৈরাচারী সরকারের ফরমায়েসী রায়ের ধিক্কার জানানো হয়। সেই সাথে কারাবন্দি থাকাকালীন বিনা চিকিৎসায় ৪নেতার করুণ মৃত্যুর ঘটনায় গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের আগমনে বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের সার্বিক কার্যক্রম আরো বেশি গতিশীল হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শেখ কামরুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যান এস এম শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, বিএনপি নেতা সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, শওকত হোসেন, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, রওশন আলী, ডাক্তার আ.মজিদ, নুরুল ইসলাম, মো.রফিক, এম এ রব শাহিন, মীর রফিক, সাইফুল ইসলাম বাবু, আ. জলিল, কাজী সিরাজ, মহাসিন, আবু জাফর, শেখ ফরহাদ হোসেন তপু, বিএম পলাশ, স্বেচ্ছাসেবক দলনেতা মোশাররফ হোসেন, মুসা কারীম, আবু সাঈদ, প্রভাষক আ.সালাম দিলু, দোয়েল, মোজাফফর হোসেন, সরোয়াজ খান, আলমগীর, ছাত্রদল নেতা শাহাজালাল সাজু, যুবদলের চঞ্চল, হাবিব, রিপন, কুদ্দুস, আলী হাসান প্রমুখ।

এদিকে, সন্ধ্যায় ছাত্রদলের নেতৃত্বে বিশাল এক আনন্দ মিছিল কলারোয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন-পৌর বিএনপি সিনিয়র সহ সভাপতি আখলাকুর রহমান শেলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, ছাত্রদল নেতা জিএম সোহেল, রাসেল, প্রিন্স, আবির হোসেন প্রমুখ।