বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শ্যামনগর উপজেলা জিয়া সাইবার ফোর্স-এর উদ্যোগে দোয়া মাহফিল ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪টায় শ্যামনগর উপজেলা রিপোটার্স ক্লাব মিলনায়তনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে শ্যামনগর বাজারের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক, সাবেক মহসিন কলেজ ছাত্রদলের সভাপতি ও সাবেক উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিএম ইয়াসিন আরাফাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সাইবার ফোর্স-এর ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ ইয়াসিন আরাফাত ডালিম, শ্যামনগর উপজেলা জিয়া সাইবার ফোর্স-এর যুগ্ম-আহবায়ক আবু হাসান বাবু, সাবেক ছাত্রনেতা মোঃ আশিকুজ্জামান, সাবেক জেলা ছাত্রদল নেতা রাসিকুল ইসলাম, গোবিন্দপুর স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মিয়ারাজ হোসেন ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জিয়া সাইবার ফোর্সের নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সাইবার ফোর্স-এর যুগ্ম-আহবায়ক জিএম সুমন হোসেন।
আয়োজকরা জানান, ৩১ দফা বাস্তবায়ন ও গণমানুষের মাঝে বার্তা পৌঁছে দিতে ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে।