বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন
শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আওতায় পারিবারিক পুষ্টিবাগান প্রকল্পে উপজেলার এ জনপদের ৬০ জন কৃষক কৃষানীদের মধ্যে নানা ধরনের কৃষি উপকরণ বিতরন করা হয়েছে।
বুধবার শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর কার্যালয় থেকে এ কৃষি উপকরণ কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খুলনার অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম, সাতক্ষীরার উপ- পরিচালক মোঃ সাইফুল ইসলাম।
এ সময় অতিথি বৃন্দ অনাবাদি পতিত জমিতে ও বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় উপজেলার ৬০ জন কৃষকের হাতে ১৭ ধরনের বীজ,৬ ধরনের চারা,১টি বালতি,১ব্যান্ডেল নেট, রাসায়নিক ও জৈব স্যার তুলে দেন।
প্রধান অতিথি এ সময় উপস্থিত সকল কৃষক ও কৃষানীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, আপনারা সরকারী এ সহায়তা পেয়ে বাড়ীর আঙ্গিনায় সুন্দর করে একটি পুষ্টি বাগান তৈরী করবেন এবং ভবিষ্যতে ও তা অব্যাহত রাখবেন,এ বাগান থেকে নিজেদের চাহিদা মিটানোর পাশাপাশি শব্জি বিক্রী করে উপার্জন করবেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা।