সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর সীমান্ত থেকে যৌথ অভিযানে চার চোরাকারবারী আটক বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে শ্যামনগরে কুখ্যাত চোরাচালানকারী ও মানবপাচারকারীদের আত্মসমর্পণ বিজয় দিবস উপলক্ষ্যে রিডা হাসপাতালে ফ্রি নাক–কান–গলা মেডিকেল ক্যাম্পে শত শত মানুষের সেবা শ্যামনগরে বনাঢ্য আয়োজনে পালিত হলো মহান বিজয় দিবস  রিডা হাসপাতালে ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প ও হেলথ কার্ড বিতরণ সাতক্ষীরা- ৪ প্রার্থী মনিরুজ্জামানে পৃষ্ঠপোষকতায় দুই বিএনপি নেতার কাণ্ডজ্ঞানহীন কাজ।  শ্যামনগর উপজেলা জিয়া সাইবার ফোর্স-এর আয়োজনে দোয়া মাহফিল ও ৩১ দফার লিফলেট বিতরণ শ্যামনগরে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের উপকরণ বিতরণ   ৬ নম্বর রমজান নগর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি অফিস উদ্বোধন ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত শ্যামনগরে কৃষি কর্মকর্তা নাজমুল হুদার বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বজনপ্রিতীর অভিযোগ উঠেছে 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগর সীমান্ত থেকে যৌথ অভিযানে চার চোরাকারবারী আটক

Reporter Name
Update Time : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন

এস কে সিরাজ, শ্যামনগর।।
বিজিবি এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে শ্যামনগর উপজেলার কুখ্যাত চোরাচালানকারী এবং মানবপাচারকারী কালীগঞ্জ ক্যাম্পে আত্মসমর্পণ
২১ ডিসেম্বর রাতে শ্যামনগর উপজেলায় কুখ্যাত চোরাকারবারীদের গ্রেফতার করতে বিজিবি এবং সেনাবাহিনীর একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শ্যামনগর উপজেলার ভেটখালী এলাকা থেকে অপরাধীরা পালিয়ে যেতে সক্ষম হলেও পরবর্তীতে ৪ জন অপরাধী দিনব্যাপী যৌথ বাহিনীর সাড়াশি অভিযান এবং গোয়েন্দা তৎপরতার ফলে কালীগঞ্জ ক্যাম্পে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। পরবর্তীতে রাত ৮টার দিকে বিজিবি এবং সেনাবাহিনীর উপস্থিতিতে কুখ্যাত চোরাকারবারী এবং মানবপাচারকারীদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। ঘটনাটি নিশ্চিত করেছেন,লেঃ কর্নেল মোঃ শাহারিয়ার রাজীব,১৭ বিজিবি নীলডুমুর।
আটককুতরা হলেন, মোঃ রফিকুল ইসলাম অরফে নেদা কয়াল, পিতা-নওশাদ কয়াল, গ্রাম সাহেবখালী,মোঃ রেজাউল ইসলাম, পিতা-মৃত গোলাম রব্বানী, গ্রাম-পশ্চিম কৈখালী, মোঃ হাফিজুর রহমান, পিতা-মৃত মুসা গাজী, গ্রাম-কৈখালী,  মোঃ আব্দুর রহিম, পিতা-সোলেমান গাজী, গ্রাম পূর্বকৈখালী,শ্যামনগর, জেলা-সাতক্ষীরা।
উল্লেখ্য, উক্ত অপরাধীরা দীর্ঘ ৭ বছর যাবৎ অস্ত্রসহ বিভিন্ন অবৈধ চোরাচালানী মালামাল, মানবপাচার এবং সুন্দরবন কেন্দ্রীক জলদস্যুতার সাথে সম্পৃক্ত রয়েছে। মানব পাচারকারীরা ১০-১২ হাজার টাকার বিনিময়ে মানব পাচার করতো বলে জানা যায়। স্থানীয় পুলিশ প্রশাসন এবং বিজিবি দীর্ঘদিন যাবৎ অপরাধীদের গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করে আসছিলো। অপরাধীদের নামে শ্যামনগর থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়। পুলিশ কর্তৃক বিস্তারিত তথ্য উদঘাটনের নিমিত্তে অপরাধীদের রিমান্ডে নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
##