বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন
সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরা শ্যামনগরে বনাঢ্য আয়োজনে পালিত হলো মহান বিজয় দিবস,শহিদ মিনারে পুষ্প মাল্য প্রদান ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে সকল কর্মসৃচীর সৃচনা করা হয়।
এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা, ছাত্র-ছাত্রীদের ডিসপ্লে, এবং ফুটবল প্রতিযোগিতা সহ নানা সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান থাকে, যা স্থানীয় প্রশাসন,রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সংস্থা ও বিদ্যালয়গুলোর সমন্বয়ের মাধ্যমে প্রকাশিত হয়েছে, যা শ্যামনগরের বিজয় দিবসের উৎসবমুখর পরিবেশের প্রতিফলন ঘটায়।
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালির শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।
১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। আজকের দিনটিতে বিজয়োল্লাসে ভাসবে দেশ, আনন্দে উদ্বেলিত হবে গোটা জাতি। রাজধানী ঢাকা থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত নানা আয়োজনে উদযাপিত হবে দিনটি।
এদিকে সকালের শুরুতে একে একে উপজেলার গোপালপুর শহিদ মিনারে পুষ্প মাল্য অর্পন করেন।প্রথমে উপজেলা প্রসাশনের পক্ষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান কনক পুষ্প মাল্য অর্পন করেন,এর পর শ্যামনগর থানা,শ্যামনগর পৌরসভা, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব,উপজেলা রিপোর্টার্স ক্লাব, জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল সরকারী বে- সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান একে একে তাদের সংগঠনের বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে পুষ্প মাল্য প্রদান করে থাকেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুজ্জামান কনক,সহকারী কমিশনার ভুমি ও পৌর প্রসাশক রাশেদ হোসাইন, অফিসার ইনচার্জ খালেদুর রহমান সহ সকল কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদে উপস্থিতিতে গোপালপুর শহিদ বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়।
এ সময় জামায়াতের সাবেক এম পি নজরুল ইসলাম দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদদের কবর জিয়ারত করেন।
এদিকে সকাল ১১টার নকিপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন,কবুতর আর বেলুন উড়িয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুজ্জামান কনক ডিসপ্লে আর খেলাখুলা সহ সকল অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ দলীয় কার্য্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে দলীয় কর্মসৃচীর শুভ সৃচনা করেন।এর পর জাতীয়তাবাদী দল বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী ড,মনিরুজ্জামান মনির ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ এর নেতৃত্বে বিশাল একটি আনন্দ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহিদ মিনারে পুষ্প মাল্য প্রদান করেন। একই ভাবে উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুর রহমান ও জামায়াতের দাড়ি পাল্লা প্রতিকের মনোনিত প্রার্থী গাজী নজরুল ইসলাম এর নেতৃত্বে বিশাল একটি আনন্দ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বীর শহিদ মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া করেন।