বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর উপজেলা জাতীয়তাবাদী তরুণ দলের নতুন ১১৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, সরকারী হাসপাতালের কোলঘেষা আনিকা প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ, ক্লিনিক সীলগালা করার নির্দেশ সিভিল সার্জনের  নিরাপত্তার চাদরে সাতক্ষীরার সীমান্ত জনপদ, ১৭ বিজিবির ব্যাপক তৎপরতা আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নিরাপত্তার চাদরে সাতক্ষীরার সীমান্ত জনপদ, ১৭ বিজিবির ব্যাপক তৎপরতা চিংড়ী শিল্প বাঁচানোর দাবিতে সীমান্তবর্তী শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত  মাত্র ২০০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসা-কালিগঞ্জে মানুষের পাশে দাঁড়াল রিডা হাসপাতাল শ্যামনগরে ৫ই আগস্টের সুযোগে প্রবাসীর বসতভিটা ও দোকান জবর দখলের অভিযোগ সাতক্ষীরা ৪ আসনে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের “নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত” ঐক্যবদ্ধ বিএনপি ধানের শীর্ষ কে জেতাতে সাতক্ষীরা -৪ আসনে আনুষ্ঠানিক ভাবে ঘোষনা দিলো সংবাদ সম্মেলনের মাধ্যমে  শ্যামনগরে এসএম হাবিবুর রহমান লিটনের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে জরুরি এম্বুলেন্স সেবা চালু ‎
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সরকারী হাসপাতালের কোলঘেষা আনিকা প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ, ক্লিনিক সীলগালা করার নির্দেশ সিভিল সার্জনের 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

 

 

রিপোর্ট মোঃ রাইহানুল ইসলাম

 

 

আজ সাতক্ষীরার শ্যামনগরে আনিকা প্রাইভেট ক্লিনিকে অভিজান চালিয়ে সিভিল সার্জনের নির্দেশে ক্লিনিকটিকে সীলগালা করে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা.মোঃ জিয়াউর রহমান। অভিজান পরিচালনাকালে তার সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের R.M.O ডা. তারিকুল ইসলাম, ডা. সাকির রহমান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ খালেদুর রহমান উপস্থিত ছিলেন।

আনিকা প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে প্রায়ই নানা অনিয়ম, হয়রানি ও প্রতারণার অভিযোগ উঠে এসেছে। গত কয়েক দিন আগে এই ক্লিনিকে রোগী ও রোগীর স্বজনদের মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করে রোগীর স্বজনরা। সে ঘটনায় সিভিল সার্জনের তত্ত্বাবধানে তদন্ত এখনো চলমান রয়েছে। এরই মধ্যে গতকাল এক বিষ খাওয়া রোগী সরকারী হাসপাতালে ঢোকার মুখে আনিকা ক্লিনিকের দালালচক্রের খপ্পরে পড়ে হাসপাতালে না গিয়ে এই ক্লিনিকে আসে। পরে ক্লিনিকে সঠিক চিকিৎসা দিতে ব্যার্থ হলে বিষ খাওয়া রোগীটি মারা যায়। ডা. মোঃ আনিছুর রহমান তখন বিষয়টি গোপন রেখে রোগীর স্বজনদের বলেন “রোগীর অবস্থা আশঙ্কাজনক এখনই সদরে আইসিইউতে নিতে হবে।” এরপরই দ্রুত একটি এম্বুলেন্স ডেকে সেখান থেকে রোগী সহ পালিয়ে যায়। এ ঘটনা দ্রুত ছড়িয়ে পড়লে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

সাতক্ষীরা জেলার বর্তমান সিভিল সার্জন ডা. মোঃ আঃ সালাম বিষয়টি জানতে পেরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. মোঃ জিয়াউর রহমানকে ক্লিনিকটিকে সীলগালা করার নির্দেশ দেন। অভিজানকালে ক্লিনিকটিতে ১২ জন রোগী পাওয়া যায়। যার বেশির ভাগই সিজারের রোগী। পরে সব রোগীদের সরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং উপস্থিত সকলের সামনেই প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়।

এদিকে সরজমিনে খোঁজ খবর নিয়ে দেখা যায় প্রায়ই চিকিৎসার নামে রোগীদের জিম্মি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়া, রোগীদের সাথে দুর্ব্যবহার, মারধর করা, মৃত রোগীকে এম্বুলেন্স করে সদরে পাঠানোর পথিমধ্যে মৃত ঘোষনা করার মত ঘটনা ঘটে থাকে এই আনিকা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। মাত্র ৩ জন অনভিজ্ঞ নার্স, দুইজন প্রতিষ্ঠান কেয়ারটেকার, ১ জন ডাক্তার দিয়ে এই ক্লিনিকটি পরিচালনা করা হয়।

বিষয়টি নিয়ে অনুসন্ধানে জানা যায়, শ্যামনগর উপজেলায় সরকারী হাসপাতালের কোলঘেষে গড়ে উঠেছে একাধিক প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার।

এসব প্রতিষ্ঠানে প্রতিদিনই চিকিৎসা নিতে আসছে শত-শত রোগী। ফলে চিকিৎসা সেবার নামে এসব প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছে এক ভয়াবহ সিন্ডিকেট। প্রতিদিন এসব প্রতিষ্ঠানের নামেও উঠে আসছে নানান রকম অভিযোগ। প্রতিষ্ঠানগুলোতে রোগী হয়রানি ও প্রতারণা হয়ে উঠেছে নিত্য নৈমিত্তিক সাধারণ ঘটনা।

কখনো উপজেলা সরকারী হাসপাতালের গেট থেকে কখনো হাসপাতালের ভিতর থেকে ছলচাতুরী করে রোগী এনে এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক প্যাথলজী প্রতিষ্ঠানে ভর্তি অথবা নানা রোগের পরীক্ষা বা টেষ্ট করানো হয়। এরপরই শুরু হয় হয়রানি ও প্রতারণার মাধ্যমে সুকৌশলে রোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়া। চাহিদা অনুযায়ী টাকা না পেলে রোগী ও রোগীর স্বজনদের সাথে দুর্ব্যবহার, কোন কোন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা হাতাহাতি/মারামারির পর্যায়ে পৌছায়।

তেমনই একটি প্রতিষ্ঠান “আনিকা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার”। যার স্বত্বাধিকারী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (সরকারী হাসপাতাল) এর মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ৩৩ তম বিসিএস ব্যাচের (এম.বি.বি.এস) ডা. মোঃ আনিছুর রহমান।

স্থানীয়দের ও ভুক্তভোগী রোগীদের দাবী প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়ার পর পুনরায় যেন চালু না হয়।

কারন এর আগেও একাধিক বার এই আনিকা প্রাইভেট ক্লিনিক বন্ধ হলেও মাস পেরোতে না পেরোতেই কোন এক অদৃশ্য শক্তিবলে আবারো খুলে যায় ক্লিনিকটি এবং একই ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটে।