বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেব এস এম হাবিবুর রহমান লিটনের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে জরুরি অ্যাম্বুলেন্স সেবা চালু হয়েছে। আজ বিকালে নূরনগর নবীন সংঘ ক্লাবের মাঠে কে উপলক্ষে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাতক্ষীরা জেলা বিএনপির বর্তমান সদস্য জনাব আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরনগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সদস্য ও শ্যামনগর উপজেলা মহিলা দলের সভাপতি মিসেস নুরজাহান পারভিন ঝর্না, নুরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক জনাব মইনুদ্দিন লাভলু, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জনাব মোঃ রেজাউল ইসলাম, শ্যামনগর উপজেলা জাসাসের সাবেক সদস্য সচিব ও বর্তমান জেলা সাইবার দলের সহ-সভাপতি মোঃ রায়হানুল ইসলাম, নুননগর ইউনিয়নের বাসিত ইউপি সদস্য ও সাবেক প্যানেল চেয়ারম্যান জনাব মোবারক হোসেন মন্টু, সাতক্ষীরা জেলা তাঁতি দলের সহ-সভাপতি জনাব আবু ইউসুফ, নরনগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোর্শেদ আলম সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ ও অত্র ইউনিয়নবাসী।
উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক এস এম হাবিবুর রহমান লিটনের এ উদ্যোগকে বক্তারা স্বাগত জানান এবং এ ধরনের আত্মসামাজিক উন্নয়নে তার পাশে থেকে সকলকে সহযোগিতার আহ্বান জানান। প্রধান অতিথি এই অনুষ্ঠানের মাধ্যমে তার বক্তব্যে তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপোষীর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন ও তার জন্য দেশবাসীর কাছে দোয়া চান যাতে মহান রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। দেশের এই সংকটময় মুহূর্তে বিএনপি’র পাশে থেকে দেশ গড়তে সকলকে সহযোগিতার উদ্যোক্ত আহ্বান জানান।
০১জানুয়ারি ২০২৬