ভয়েস অফ সুন্দরবন।।
শ্যামনগরে যুবদলের পক্ষ থেকে রাষ্ট্র কাঠামো মেরামতে প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নে যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার সুন্দরবন উপকূলীয় শ্যামনগর উপজেলার আটুলিয়া, বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নে বিভিন্ন হাটবাজারে দিনব্যাপী এসব লিফলেট বিতরণ করা হয়।
কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য শাহাজান রনির নেতৃত্বে লিফলেট বিতরণকালে আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হযরত আলী, শ্যামনগর উপজেলা আহবায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্য সচিব আনোয়ার ইসলাম আঙ্গুর, সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ নাজমুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বেলাল হোসেন প্রমুখ।
এস কে সিরাজ
শ্যামনগর সাতক্ষীরা।