শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন
ভয়েস অফ সুন্দরবন।।
১৯ ডিসেম্বর সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে রমজান সরদার নামের এক চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক সাতক্ষীরার দুই সংবাদকর্মী আক্তারুল ইসলাম ও আতাউর রহমানকে গুরুতর রক্তাক্ত জখম করায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে রমজান আলীকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশুক, সিনিয়ার সাংবাদিক আজিজুর রহমান, পলাশ দেবনাথ, ডাক্তার জিয়াউর রহমান, আজিজুর রহমান, রাজু আহমেদ, রাইসুল মিথুন, তোফাজ্জল হোসেন প্রমূখ। রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ বলেছেন, দ্রুত সাংবাদিকদের উপরে হামলাকারী সন্ত্রাসী রমজান আলীকে গ্রেপ্তার না করা হলে সাংবাদিকরা মাঠে নামতে বাধ্য হবে।
##