রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরা- ৪ প্রার্থী মনিরুজ্জামানে পৃষ্ঠপোষকতায় দুই বিএনপি নেতার কাণ্ডজ্ঞানহীন কাজ।  শ্যামনগর উপজেলা জিয়া সাইবার ফোর্স-এর আয়োজনে দোয়া মাহফিল ও ৩১ দফার লিফলেট বিতরণ শ্যামনগরে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের উপকরণ বিতরণ   ৬ নম্বর রমজান নগর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি অফিস উদ্বোধন ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত শ্যামনগরে কৃষি কর্মকর্তা নাজমুল হুদার বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বজনপ্রিতীর অভিযোগ উঠেছে  শ্যামনগরে স্টোকহোল্ডারস প্লাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত শ্যামনগরের ইট ভাটা শ্রমিক সুজন গাজীর এক সপ্তাহ থেকে কোন খোজ পাচ্ছে না পরিবার শ্যামনগরে ভুমিহীন পরিবারের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, এঘটনায় আহত -২ শ্যামনগরে সিপিপি কর্মকর্তার অনিয়ম–দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

“দৈনিক সাদনদী পত্রিকায় বিএনপি নেতৃবৃন্দের নামে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ”

Reporter Name
Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকায় গত ৭/১২/২০২৪ তারিখে শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ, রমজাননগর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ ,আটুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আবুল কালাম মোড়ল ও কাশিমারী ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল সরদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সত্য নয়, মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন এবং রাজনৈতিক ও সামাজিক ভাবে আমাদেরকে হেয় করার লক্ষ্যে  এ ধরনের সংবাদ সাংবাদিকদের ভুল বুঝিয়ে প্রকাশ করিয়েছেন। গত ৫ তারিখের পরে আমরা বিএনপির নেতৃবৃন্দ বিশেষ করে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ নিরলস ভাবে সাধারণ মানুষের পাশে থেকে এবং দলকে সুসংগঠিত করার লক্ষ্যে ব্যাপক তৎপরতার সহিত কাজ করে যাচ্ছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সাধারণ মানুষের নানাবিধ সমস্যার সমাধানে অব্যাহত ভাবে সময় দিয়ে যাচ্ছেন, প্রশাসনের কাছে যেয়ে যখন মানুষ তেমন কোনো সুরাহা  পাচ্ছেন না ,ঠিক সেই মুহূর্তে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের প্রত্যেকটি বিষয় সমাধান করার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, এবং দলকে তৎপর করার লক্ষ্যে প্রতিনিয়ত বিভিন্ন দলীয় কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি। আর এ মুহূর্তে এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশ হওয়া মানেই প্রতিহিংসা ছাড়া অন্য কিছু নয়। প্রত্যেকটি ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ,সহ আমরা ইউনিয়নে শান্তি, শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সাধারণ মানুষের পাশে থেকে তাদেরকে নিরাপত্তা ও ভালো থাকার জন্য কাজ করেছিলাম এবং এখনো সেটা অব্যাহত ভাবে  কাজ করে যাচ্ছি। বিগত আওয়ামী লীগের দুঃশাসনের কবল থেকে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য আমরা এলাকার মানুষের পাশে আছি এবং থাকবো। সাধারণ মানুষের পাশে থেকে শান্তি-শৃঙ্খলা বর্তমান সরকারকে সহযোগিতা করার প্রত্যায় শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ সাহেবের  নেতৃত্বে কাজ করে যাচ্ছি আমরা। যার কারণে একটি মহলের এটি প্রথম থেকেই সহ্য হচ্ছে না। তারা আমাদেরকে রাজনৈতিক ও সামাজিকভাবে ও উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক শক্তিশালী সংগঠনকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে। শ্যামনগর উপজেলা বিএনপি এক ও অভিন্ন। তারা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যেতে চায়। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাত নদী পত্রিকায় আমাদের নিয়ে যে সংবাদ প্রকাশিত করা হয়েছে সেটির কোন মূল ভিত্তি নেই, শুধুমাত্র কাল্পনিক একটি গল্প তুলে ধরা হয়েছে। প্রত্যেকটি এলাকায় সরেজমিনে গেলে বিষয়টি সত্য উদঘাটন হবে। আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী।
মাস্টার আলহাজ্ব আব্দুল ওয়াহেদ,
সভাপতি, শ্যামনগর উপজেলা বিএনপি।
মোঃ শহিদুজ্জামান শহীদ,  সভাপতি ,রমজাননগর ইউনিয়ন বিএনপি।
আলহাজ্ব আবুল কালাম মোড়ল, সভাপতি, আটুলিয়া ইউনিয়ন বিএনপি।
আজিজুল সরদার ,সভাপতি , কাশিমাড়ি ইউনিয়ন বিএনপি।
মোঃ আনোয়ার হোসেন ,সাধারণ সম্পাদক কাশিমাড়ি ইউনিয়ন বিএনপি।