শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন
ভয়েজ অফ সুন্দরবন।
সাতক্ষীরার শ্যামনগরে টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থার প্রতিকূলতা ও সম্ভাবনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে সিএনআরএস এর উদোগে উক্ত সভা হয়। ‘বাংলাদেশের উপকুলীয় অঞ্চলে খালের পানি ব্যবস্থাপনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো. মনজুর আলম।
বিকল্প ব্যবস্থর মাধ্যমে কৃষি উৎপাদন ও খাবার পানির অভাব পুরণে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন। উপজেলার বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী, গৃহীনি, কৃষক, জনপ্রতিনিধি, সংবাদকর্মীসহ নানা শ্রেনী ও পেশার মানুষ সভায় অংশ নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করেন। আলোচকরা অবৈধ দখলদার উচ্ছেদের পাশাপাশি নুতন খাল খনন, পুরাতন খাল পুনঃখনন ও বন্দোবস্ত বা ইজারা বাতিলের প্রস্তাব দেন। একইসাথে এ্যাগ্রি ট্যুরিজম গড়া, গনসম্পৃক্ততা বৃদ্ধি, বিলীন হয়ে যাওয়াসহ প্রকৃত খালের সংখ্যা নিরুপেনর উপর গুরুত্বারোপ করেন তারা। একইসাথে বছরে অন্তত একটি করে খাল ও নদী পুনঃখননসহ এক ফসলী জমিতে পুকুর খননের পাশাপাশি ইজারা নেয়া খালের শ্রেনী পরিবর্তনের বিষয়ে মতামত ব্যক্তি করেন।
গাজী আল ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, প্রেসক্লাব সভাপতি সামিউল মনির, সিএনআরএস এর ড. মোখলেছুর রহমান, ড. মৌরানী সরকার প্রমুখ। এর আগে পানির যোগানসহ নুতন নুতন খাল খননের নানান উপকারীতার বিষয়ে প্রজক্টেরের মাধ্যমে সভায় অংশগ্রহনকারীদের ধারনা দেয়া। #
০১৭১২৪২৭৩৯০
০১৬৩৩৬৩৩২২৮
২৮/১১/২৪