সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

শিরোনাম:
গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল। তারনীপুর, ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুরঝুরি ও হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য মানববন্ধন অনুষ্ঠিত। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারনীপুর–ভেটখালী এলাকায় পানি নিষ্কাশনের ও কালভার্ট দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম শ্যামনগরে জাতীয় প্রানি সম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে প্রানি সম্পদ প্রদর্দশনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনে মনোনয়নের দাবিতে সাবেক উপজেলা বিএনপির সভাপতি বর্ষিয়ন জননেতা মাষ্টার আব্দুল ওয়াহেদের সমর্থনে ধারা বাহিক ভাবে চলছে বিক্ষোভ সমাবেশ , শ্যামনগরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে জনক্ষতিকর ভাটা দুটি বন্ধের নির্দেশনা দিলেন ইউএনও

ভয়েস অফ সুন্দরবন
Update Time : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

শ্যামনগরের জনবসতি এলাকায় অবৈধভাবে নির্মিত আশা ব্রিক্স ও মোস্তফা ব্রিক্স নামের দুটি ইটভাটা মালিককে ভাটাবন্দের নির্দেশনা দিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন। মঙ্গলবার বিকালে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে ভাটা দুটি পরিদর্শন শেষে তিনি এই নির্দেশনা প্রদান করেছেন বলে জানা গেছে।

উপজেলার রামজীবনপুর এলাকার ঘন জনবসতি ও বিভিন্ন প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে আলহাজ্ব আরব আলী ও এসএম মোস্তফা নামে দুই ব্যক্তি ইটভাটা পরিচালনা করে আসতেছেন।

ওই এলাকার ইউপি সদস্য মোঃ রেজাউল করিম দোলনা বলেন, আমরা এলাকার সাধারণ মানুষেরা দীর্ঘদিন ধরে ভাটা দুটি বন্ধের লক্ষ্যে বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তর সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ, স্মারক লিপি প্রদান ,সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে আসছি।

ওই এলাকার বিশিষ্ট সমাজসেবক আবু ঈসা বলেন, ঘনবসতি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে ইটভাটা দুটি নির্মিত হাওয়ায় তার কালো ধোঁয়ায় প্রতিনিয়ত এলাকার সাধারণ মানুষ ক্ষতির শিকার হচ্ছে। ছোট ছোট কোমলমতি বাচ্চারা স্কুলে যেতে পারছে না।

 

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন বলেন, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শনপূর্বক উপরোক্ত ভাটা দুটির সঠিক কাগজপত্র না থাকায় কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করা হয়েছে।

এদিকে ভাটা মালিক এসএম মোস্তফার সাথে কথা বলে তিনি বলেন, ভাটা পরিচালনার ক্ষেত্রে যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো প্রক্রিয়াধীন অবস্থায় আছে। দ্রুত আমরা হাতে পেয়ে যাব।

##