সোমবার, ২৬ মে ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
গতকাল ২৪ নভেম্বর ২০২৪ সকাল ৯ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের রেলগেইট খাদ্য গুদাম রোড়ে অবস্থিত বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(কঃ)’ র পবিত্র খানকাহ শরীফে
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল শাখা কমিটি সমূহের সাংগঠনিক সংলাপ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসায় গাউসুল আজম মাইজভাণ্ডারীর সাবেক শিক্ষার্থী মাওলানা মোহাম্মদ তামজিদুল হক, নাতে রাসুল(দঃ) পরিবেশন করেন আশুগঞ্জ শাখার সদস্য মোহাম্মদ মাসুম রানা, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মাওলানা মোহাম্মদ তামজিদুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল, মোঃ আশরাফুজ্জামান, আলমগীর কবির, বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুর রহমান।
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলার সাংগঠনিক সমন্বয়কারীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আক্তার হোসেন, মোঃ শাহ আলম মিয়া, নিহাত বিন ইসলাম এবং বিভিন্ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন কর্মকর্তাগণ।