সোমবার, ২৬ মে ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
রিপোর্ট: জি এম রাজু আহমেদ
সুন্দরবন উপকূলীয় এলাকায় যৌন ও স্বাস্থ্য প্রজনন, শিশু অধিকার আইন, জেন্ডার সহিংসতা ,বাল্যবিবাহ বন্ধ সহ নানাবিধ সামাজিক কর্মকান্ড নিয়ে পরিত্রাণ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এ এলাকায়।
সেই সকল কাজের মূল্যায়নে বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকিল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির, ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস।
বিশেষ প্রেজেন্টেশন করেন,পরিত্রাণের উজ্জ্বল কুমার দাস ।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,নয়ন কুমার গায়েন।
এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন বলেন, এ ধরনের প্রকল্প, বিশেষ করে সুন্দরবন উপকূলীয় এলাকার মানুষের জন্য খুবই প্রয়োজন ছিল। তিনি এ সময় এ এলাকার মানুষের জন্য ভালো ভালো কাজ করার জন্য পরিত্রাণ এনজিও সহ সকল এনজিওকে আহবান করেন।
##