শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম:
অতি স্বচ্ছতার সাথে নতুনভাবে পূনঃ নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের আবেদন  নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজি ভূয়া সাংবাদিক সহ আটক তিন শ্যামনগরের কলবাড়ি বাজারে বিএনপি নেতা বাপ্পির দখলবাজি, তিন দোকানে জোরপূর্বক তালা আমার ভীষণ মন খারাপ লাগছে — ইউএনও মোছাঃ রনি খাতুন বদলী হওয়ার পাঁচ মাসের মধ্যে সেই  জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান সদর উপ‌জেলায় যোগদান শ্যামনগরে খ্যাগড়াদানা কিশোর সংঘের উদ্যোগে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। দুর্নীতিতে সেরা  জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এখনও বহাল তবিয়্যাতে শ্যামনগরের ইউএনওর হস্তক্ষেপে অবশেষে জনসাধারণ ফিরে এলো ঝাপার খালটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির সদস্য হলেন সাবেক ছাত্রদলনেতা  এড. মাসুদুল আলম দোহা শ্যামনগরে ছাত্রদল নেতা কাইয়ুমের নামে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ অফিসের অভিযান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

Reporter Name
Update Time : শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি। জব্দ করা হয়েছে তার, মিটারসহ অবৈধ সংযোগ চালানোর সামগ্রী। বুধবার সকালে এনওসিএস সিদ্ধিরগঞ্জ দপ্তর কতৃর্ক অভিযান চালিয়ে মিজমিজি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মোঃ সুমির উদ্দিন, মিটার নং- ৫০৮৭৮, সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা বাহার উদ্দিন আহমেদ, মিটার নং-১০২৭৯৩ এবং মোসা সুফিয়া বেগম, মিটার নং-০০৫৪২৮২ তারা চোরাই ভাবে বিদ্যুৎ ব্যবহার করার কালে হাতে নাতে ধরা হয় এবং ব্যবহারিত মালামাল জব্দ করা হয়। সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার করার কারনে অনেকই জরিমানা করা হয়েছে। আমি ডিপিডিসিতে যোগদান করার পর জুলাই ২০১৮ইং মাসে অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহারকারী ২২ টি প্রতিষ্ঠানকে ১৭ লক্ষ ৮৫ হাজার ১৮৪ টাকা জরিমানা করা হয়। তার মধ্যে আদায় করা হয় ১২ লক্ষ ৮৩ হাজার ৪৩২ টাকা। সেপ্টেম্বর মাসে অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহারকারী ৪৭ প্রতিষ্ঠানকে ৩২ লক্ষ ৩৩ হাজার ৯৫৪ টাকা জরিমান করা হয়। আদায় করা হয় ২৮ লক্ষ ২৫ হাজার ৩২৫ টাকা এবং আগষ্ট মাসে অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহারকারী ৪৩ প্রতিষ্ঠানকে ৩০ লক্ষ ৮৫ হাজার ৩৭ টাকা জরিমানা করা হয়। আদায় করা হয় ২৫ লক্ষ ২০ হাজার ৩৫০ টাকা। বাকি বকেয়ার টাকা আদায়ের চেষ্টা চলছে। এতে করে সরকার কোটি টাকার রাজস্ব পেয়েছেন। তিনি আরো বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে। সিদ্ধিরগঞ্জ এলাকার বেশিরভাগ অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের সনাক্ত করা হয়েছে। আরো অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের ধরতে মাঠ পর্যায়ে আমাদের সোর্স কাজ করছে। যদি সামনে কোন ধরনের অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীকে হাতে নাতে ধরা হয় তাহলে তাদের বিরুদ্ধে আরো কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহন করা হবে।